জলঢোঁড়া সাপ (Checkered Keelback) হচ্ছে বাংলাদেশের সর্বাধিক পরিচিত এবং সর্বত্র বিদ্যমান কলুব্রীডি পরিবারভূক্ত একটি নির্বিষ সাপ,এর বৈজ্ঞানিক নাম Fowlea piscator।এমন কোনো বাংলাদেশী হয়তো খুজেঁ পাওয়া যাবে না যিনি জীবনে একবারও জলঢোড়াঁকে দেখেননি।বাংলাদেশের পুকুর,হাওড়-বাওড়,জলাশয়,নদীনালা, খাল-বিল,ঢোবা প্রভৃতি প্রায় সবখানে একে দেখা যায়। এটি এশিয়া মহাদেশে এন্ডেমিক।
জলঢোঁড়া সাপ সাধারণত মাঝারি আকারের সাপ। তবে অনেক বড় জলঢোড়াঁরও (প্রায় ১.৭৫ মিটার লম্বা) সন্ধান পাওয়া গেছে। জলঢোড়াঁদের দেহে বর্ণ বৈচিত্র্য রয়েছে, তবে অধিকাংশ ক্ষেত্রে এদের সারা দেহ হলুদ আর কালো রঙের চেকযুক্ত থাকে।হলুদ রঙের উপর কালো ছোপ ছোপ দাগ বিশিষ্ট। মাথা সাধারণত ধূসর রঙের হয়।পূর্ণবয়স্ক জলঢোঁড়া সাপের চোখ নাসারন্ধ্র থেকে দূরত্বের তুলনায় অপেক্ষাকৃত ছোট।চোখ কালো রঙের হয়ে থাকে।
জলঢোড়াঁর প্রধান খাবার ছোট ছোট মাছ এবং ব্যাঙ।এদেরকে প্রায়শই দেখা যায় মুখে মাছে পানিতে সাতার কাটতে অথবা কোনো জলাশয়ে ব্যাঙ খাচ্ছে।
![]() |
ছবি : জলঢোড়াঁ সাপ (Collected from Wikipedia) |
জলঢোড়াঁ যেহেতু বাংলাদেশের সবথেকে পরিচিত সাপ,তাই দেশের বিভিন্ন অঞ্চলে একে বিভিন্ন নামে ডাকা হয়।যেমন: ধুরাঁ হাফ (সিলেট/মৌলভীবাজার), মাইছা দুরা (জামালপুর), দোরা হাপ (গাজীপুর), ধোঁয়া হাপ/ধুইয়া হাপ (নোয়াখালী), জলঢোড়াঁ (কুষ্টিয়া), ধোরা আপ/ ফাইন্না আপ/দোঁড়াআপ (চট্টগ্রাম), মাউচ্ছাপোনা / মাউচ্ছারাঙা (বরিশাল),জাইল্লা দোরা (কুমিল্লা), ধোয়া হাপ /জাইল্লা দোঁড়া হাফ (লক্ষীপুর),দুরা হাপ (ব্রাহ্মণবাড়িয়া),দোরা হাপ (টাংগাইল),দুইয়া হাপ / ধুইয়া হাপ (ফেনী),ধুড়া সাপ (যশোর),মাউচ্ছাপোনা হাপ (পিরোজপুর), মাইছে কেউটো (বাগেরহাট), মাইছা দুরা (জামালপুর), দূরা হাফ (ময়মনসিংহ), মাউচ্ছাপোনা (ঝালকাঠি), ধোড়া সাপ (কিশোরগঞ্জ), দুইগা হাপ (চৌদ্দগ্রাম), হলদেবোড়া/হলদেপোড়া (সাতক্ষীরা), পাইন্না আপ/ফাইন্না আপ (কক্সবাজার), দুরা সাপ (নেত্রকোনা), ঢোরা সাপ (নীলফামারী),ধুড়া সাপ (নড়াইল/ চুয়াডাঙ্গা), মাউচ্ছা পোনা হাপ (বরগুনা) ইত্যাদি।
জলঢোড়াঁ সাপকে বাংলাদেশ ছাড়াও ভারত,পাকিস্তান,শ্রীলংকা, নেপাল,আফগানিস্তান,চীন,মায়ানমার, ভিয়েতনাম, লাওস,কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশে পাওয়া যায়।
জলঢোঁড়া সাপ একটি নির্বিষ সাপ। তবে অধিকাংশ সময় এরা মাথা উঁচু করে এবং গলা ছড়িয়ে বিষধর সাপের ফণা তুলার মতো ভাব দেখায় যাতেকরে তাকে ভয় পাওয়া হয়।এরা নির্বিষ হলেও এদের কামড়ে অনেক জ্বালাযন্ত্রণা করে থাকে ( কাউকে কামড়ালে, কামড়ানোর জায়গাটি জীবাণুনাশক সাবান বা অন্য কোনো রাসায়নিক পদার্থ দিয়ে ধুয়ে ফেলতে হবে।ব্যাথা নিরাময়ের জন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ খেতে পারেন)।
জলঢোড়াঁ সাপ ওভিপোরাস,অর্থাৎ এরা ডিম পাড়ে। প্রজনন মৌসুমে স্ত্রী সাপ একেবারে ৩০–৭০টি ডিম পাড়ে। ডিমের আকারে ভিন্নতা দেখা যায়। প্রতিটি ডিম ১.৫–৪.০ সেমি পর্যন্ত লম্বা হতে পারে।
শ্রেণীবিন্যাস (Taxonomy)
KINGDOM : Animalia
PHYLUM : Chordata
SUBPHYLUM : Vertebrata
CLASS : Reptilia
ORDER : Squamata
FAMILY : Colubridae
GENUS : Fowlea
SPECIES : Fowlea piscator

0 Comments