মৃদু-বিষধর সাপের বিষ মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট নয়, তবে অনেকসময় তীব্র জ্বালা-যন্ত্রণা এবং এলার্জিক রিয়েকশন সৃষ্টি করতে পারে। সাপ মৃদু-বিষধর হওয়ার অসংখ্য কারন আছে। প্রথমত, তাদের দাঁতের গঠন Opistoglyphous হওয়ায় কামড়ের সময় যথেষ্ট বিষ ঢালতে পারেনা, একজন মানুষের মৃত্যুর জন্য যতটুকু বিষ দরকার এবং যে জায়গায় প্রয়োগ করা দরকার, বিষদাঁতগুলো অনেক পিছনে হওয়ায় তারা সেভাবে বিষ ঢালতে পারেনা। দ্বিতীয়ত, তাদের বিষের অভ্যন্তরীণ অনেক জটিলতা। বিষধর সাপের জন্য বিষ জমা থাকে তাদের বিষগ্রন্থিতে (Venom gland), কিন্তু মৃদু-বিষধর সাপের সে গ্রন্থি অনুপস্থিত থাকে এবং এর পরিবর্তে একটি বিশেষ ধরনের গ্রন্থি (Duvernoy's gland) থাকে। এই ডুব্যেরনয়ের গ্রন্থির কাজ এবং ভূমিকা নিয়ে বিজ্ঞানীদের মাঝে অনেক তর্ক-বিতর্ক রয়েছে, অনেকে মনে করেন এটি বিষগ্রন্থির হোমোলোগাস গ্রন্থি হিসেবে গণ্য। তবে এই গ্রন্থির অনেক উপাদান অনেকসময় আসল বিষগ্রন্থির সাথেও মিলে যায়। মূল বিষয় হলো, এই ডুব্যেরনয়ের গ্রন্থিতে বিষকে দ্রুত বিষনালীতে প্রবাহিত করার জন্য কোনো কম্প্রেসর মাস্ল থাকেনা (Compressor Muscle বিষধর সাপের বিষগ্রন্থির পিছনে থাকে যেটা দ্রুত বিষকে গ্রন্থি থেকে ঠেলে বিষদাঁতে প্রবাহিত করে) যার ফলে বিষ খুবই অল্প পরিমাণে প্রবাহিত হয়, প্রাণঘাতী বিষ ঢালতে অনেকক্ষণ কামড়ে ধরে থাকতে হয় যেটা আদৌ পসিবল না। তৃতীয়ত, মৃদু-বিষধর সাপের অল্প পরিমাণ বিষ আমাদের দেহের ইমিউন সিস্টেম দ্বারা ধ্বংস হয়ে যায়, যার জন্য কোনো এন্টি-ভেনম নেয়ার প্রয়োজন পড়েনা। বাংলাদেশের ১৮টি প্রজাতির সাপকে এখন পর্যন্ত মৃদু-বিষধর হিসেবে গণ্য করা হয়, সাপগুলো হলো -
- Ornate Flying Snake (কালনাগিনী বা সুতারনালী সাপ)
- Yellow Whipsnake (লাউডগা সাপ)
- Variable Colored Vine Snake (লাউডগা সাপ)
- Gerard's Water Snake or Glossy Marsh Snake (উজ্জ্বল প্যারাবন সাপ বা মনোহারী জলঢোঁরা সাপ)
- Siebold's Water Snake (সাইবোল্ডের পাইন্যা সাপ)
- Dog-faced Water Snake (কুকুরমুখো নোনাবোড়া)
- Rainbow Water Snake (মেটে সাপ)
- Crab-eating Water Snake (কাঁকড়াভূক পাইন্না সাপ)
- Puff-faced Water Snake (মুখোশী পাইন্যা সাপ)
- Tawny Cat Snake (খয়েরী ফনিমনসা সাপ)
- Gray Cat Snake or Eyed Cat Snake ( ধূসর চোখি ফনিমনসা সাপ)
- Green Cat Snake (সবুজ ফণিমনসা সাপ)
- Many-spotted Cat Snake (চিত্রিত ফণিমনসা সাপ)
- Common Cat Snake (পাতি ফণিমনসা সাপ)
- Dog-toothed Cat Snake (বাংলার ফণিমনসা সাপ)
- Arrowback Tree Snake (পূবের ফণিমনসা সাপ)
- Common Mockviper (ছদ্মবোড়া বা পাহাড়ি সাপ)

0 Comments