ধূসর চোখি ফনিমনসা সাপ বা সিয়ামীয় চোখি ফনিমনসা সাপ (Gray Cat Snake or Eyed Cat Snake or Siamese Cat Snake) হলো কলুব্রীডি পরিবারভূক্ত একটি গেছো সাপ। এটির বৈজ্ঞানিক নাম Boiga Siamensis.
ধূসর ফণিমনসা সাপের দেহ মোটাকৃতির। এরা সাধারণত ১ মিটার লম্বা হয়, তবে সর্বোচ্চ ১.৭০ মিটার লম্বা সাপও পাওয়া গেছে। এদের মাথা ত্রিকোণাকার এবং ঘাড় থেকে মাথা মোটা, দেহ পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা। এদের দেহ ধূসর-বাদামি এবং কালো কালো ক্রস ব্যান্ডযুক্ত । এদের মাথা গাঢ় বাদামি বর্ণের, চিবুক এবং গলা সাদা, পেটের রঙ ধূসর-বাদামী, গায়ের আশঁ মসৃণ। বয়সভেদে এদের দেহে বর্ণ বৈচিত্র্য দেখা যায়। যেমন: প্রাপ্তবয়স্কদের ঘাড় এবং শরীরের মাঝামাঝি হলুদ-বাদামী যার উপরে তির্যক বা V আকৃতির চিহ্ন রয়েছে, পৃষ্ঠীয় শরীরের বাকি অংশ ধূসর-বাদামী, হালকা এবং গাঢ় দাগযুক্ত। অন্যদিকে শিশুদের দেহের বর্ণ উজ্জ্বল লালচে-বাদামী বা কমলা যার প্যাটার্ন প্রাপ্তবয়স্কদের মতো।
![]() |
ছবি : ধূসর চোখি ফণিমনসা সাপ (Collected from Wikipedia) |
সিয়ামীয় ফণিমনসা সাপ লাজুক প্রকৃতির। এরা মূলত বৃক্ষচারী (Arboreal) এবং নিশাচর (Nocturnal), তবে সন্ধ্যায়ও দেখা যায়। আর্দ্র পর্ণমোচী বন, সমভূমি, রেইনফরেস্ট, গাছের গর্ত, নিম্ন থেকে মাঝারি উচ্চতার গাছপালা, ঘন ঝোপঝাড় ইত্যাদিতে এদেরকে পাওয়া যায়। এদের খাদ্য তালিকায় রয়েছে ইঁদুর, গিরগিটি, পাখি, ব্যাঙ, ডিম এবং ছোট আকৃতির সাপ ইত্যাদি।
ধূসর চোখী ফণিমনসা সাপকে বাংলাদেশ ছাড়াও ভারত ( অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, মিজোরাম, আসাম), নেপাল, মায়ানমার, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া প্রভৃতি দেশে পাওয়া যায়। এরা প্রজননের দিক দিয়ে ওভিপোরাস ধরনের এবং স্ত্রী সাপ গাছের গর্ত, ফাটলে ৬-১২ টি ডিম পাড়ে।
খয়েরী ফনিমনসা সাপ একটু এগ্রেসিভ ধরনের, বিরক্ত করলেই কামড় বসিয়ে দিতে পারে। এরা বিষদাত (rear fanged) যুক্ত হলেও এদের কামড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং এদের বিষ মানবদেহের জন্য অক্ষতিকর। তবে এটি সম্ভবত মৃদু বিষধর প্রজাতি।
শ্রেণীবিন্যাস (Taxonomy)
KINGDOM : Animalia
PHYLUM : Chordata
SUBPHYLUM : Vertebrata
CLASS : Reptilia
ORDER : Squamata
FAMILY : Colubridae
GENUS : Boiga
SPECIES : Boiga Siamensis

0 Comments