খয়েরী ফণিমনসা সাপ (Tawny Cat Snake) হচ্ছে কলুব্রীডি পরিবারের বিষদাঁত যুক্ত (Rear-fanged) একটি মৃদু বিষধর প্রজাতির সাপ। এর বৈজ্ঞানিক নাম : Boiga ochracea। এটি এশিয়া মহাদেশে এন্ডেমিক।
খয়েরী ফনিমনসা সাপের দেহের বর্ণ খয়েরী রঙের। আকৃতিতে এরা মাঝারি আকৃতির এবং সাধারণত ১৩০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এরা মূলত নিশাচর সাপ (Nocturnal), তবে গোধূলীতেও বের হয়। এরা বৃক্ষচারী (Arboreal) এবং আরোহনে পারদর্শী।
![]() |
ছবি : খয়েরী ফনিমনসা সাপ (Adopted from India Biodiversity Portal) |
এদের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন প্রজাতির ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, পাখি, ছোট সাপ, টিকটিকি, গিরগিটি ইত্যাদি। খোলাবন, বাগান, উদ্যান, পর্ণমোচী বনের পাতার আবর্জনায় এদেরকে দেখতে পাওয়া যায়। এরা ওভিপোরাস তাই স্ত্রী সাপ ডিম পাড়ার মাধ্যমে প্রজনন সম্পন্ন করে।
খয়েরী ফনিমনসা সাপের তিনটি উপ-প্রজাতি আছে। যথা -
Boiga ochracea ochracea - এটি ভারত ( অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, পশ্চিমবঙ্গ, আসাম,সিকিম, আন্দামান দ্বীপপূঞ্জ ইত্যাদি), মায়ানমার, ভূটান এবং নেপালে পাওয়া যায়।
Boiga ochracea stoliczkae - এটিকে নেপাল, ভারতের সিকিম এবং মায়ানমারে দেখতে পাওয়া যায়।
Boiga ochracea walli - এটিকে বাংলাদেশ, মায়ানমার এবং ভারতের আন্দামান দ্বীপপূঞ্জে পাওয়া যায়।
শ্রেণীবিন্যাস (Taxonomy)
KINGDOM : Animalia
PHYLUM : Chordata
SUBPHYLUM : Vertebrata
CLASS : Reptilia
ORDER : Squamata
FAMILY : Colubridae
GENUS : Boiga
SPECIES : Boiga ochracea

0 Comments