🦎 সরীসৃপদের কিছু সাধারণ বৈশিষ্ট্য (Some Common Characteristics of Reptiles)
এরা শীতল রক্তের প্রাণী (Ectothermic/ Cold-blooded), অর্থাৎ পরিবেশের তাপমাত্রার উপর তাদের দেহের তাপমাত্রা নির্ভরশীল। এরা সাধারণত সূর্যের আলোতে শরীরকে উষ্ণ করে এবং ছায়া বা পানিতে গিয়ে ঠাণ্ডা করে।
সরীসৃপদের শরীর মোটা, শুষ্ক এবং কেরাটিনযুক্ত আঁশে ঢাকা থাকে। ত্বকে কোনো গ্রন্থি (gland) থাকে না, ফলে ঘাম বা তেল নিঃসরণ হয় না। শুষ্ক ও আঁইশযুক্ত ত্বক (Dry & Scaly Skin) পানি শোষণের পরিবর্তে পানিকে দেহের ভিতরে সংরক্ষণ করতে পারে। এজন্য এরা উভচরের মতো নয়, পানি ছাড়াও শুষ্ক পরিবেশে টিকে থাকতে পারে।
সমস্ত সরীসৃপই ফুসফুস ব্যবহার করে শ্বাস নেয়, এমনকি জলচর প্রজাতিরাও।
অধিকাংশই ডিম পাড়ে (Oviparous), ডিমের খোলস শক্ত ও চামড়ার মতো হয়ে থাকে। যদিও কিছু প্রজাতি জীবন্ত বাচ্চা জন্ম দেয় (Viviparous or Ovoviviparous)।
সরীসৃপদের মধ্যে অভ্যন্তরীণ নিষেক (Internal fertilization) ঘঠতে দেখা যায়।
অধিকাংশ সরীসৃপের চারটি পা (Tetrapod) থাকে (যেমন, কাছিম, গিরগিটি), তবে সাপের মতো প্রজাতির পা নেই বা বিবর্তনে হারিয়ে গেছে।
এরা মেরুদণ্ডযুক্ত প্রাণী (Vertebrata), অর্থাৎ এদের কশেরুকা (backbone) আছে।
এদের খাদ্যভাস বেশ বৈচিত্র্যময়। কেউ কেউ শিকারি (সাপ, কুমির), কেউ তৃণভোজী (কিছু কচ্ছপ), আবার কেউ সর্বভোজী (Carnivorous, Herbivorous & Omnivorous)।
শরীরের বিপাকীয় হার কম, তাই দীর্ঘসময় না খেয়ে থাকতে পারে (বিশেষ করে সাপ বা কচ্ছপ)।
সরীসৃপরা সাধারণত একা থাকতে পছন্দ করে; শুধু প্রজনন ঋতুতে একত্র হয়।
সর্প সচেতনতা ( Snake Awareness)
সর্প সচেতনতার উদ্দেশ্য -
- সাপ সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করা
- সাপ চেনা ও চিহ্নিত করার পদ্ধতি শেখা ও শেখানো
- সাপে কামড় দিলে কী করণীয় সেটা জানা
- সাপ ও মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা
বিষধর সাপে কামড়ালে কী করা উচিত? (What Should be done if bitten by a Venomous Snake?)
বিষাক্ত এবং বিষধর এর মধ্যে পার্থক্য (Distinction Between Poisonous and Venomous)
বাংলাদেশের সাপের তালিকা (List of Snake of Bangladesh)
সাপ কি দুধ পান করে? (Do Snake Drinks Milk?)
বাংলাদেশের সবচেয়ে বিষধর দশটি সাপ (Top 10 Venomous Snakes in Bangladesh)
পৃথিবীর সবচেয়ে বিষধর দশটি সাপ ( Top 10 Venomous Snakes in the World)
সাপের বিষ থেকে তৈরীকৃত কিছু গুরুত্বপূর্ণ ঔষধ (Some important drugs derived from snakes venoms)
প্রাণিজগৎ এবং সাপ (Animal Kingdom and Snakes)
সাপের বিষদাঁত (Fangs of Snakes)
চন্দ্রবোড়া নিয়ে অসংখ্য কুসংস্কার (Numerous Superstitions about Russell’s Viper)
চলো ক্রেইটদের রাজ্যে ঘুরে আসি (Let's Explore the Kingdom of Kraits) (১ম পর্ব ও ২য় পর্ব)

0 Comments