Advertisement

বাংলাদেশের সাপ (Snake of Bangladesh)


 দক্ষিণ এশিয়ার ছোট্ট একটি দেশের নাম বাংলাদেশ। আয়তনে ছোট হলেও এটি কিন্তু জীববৈচিত্র্যের দিকে থেকে ছোট নয়। এখানে রয়েছে বন্যাবিধৌত সমতল ভূমি, পাহাড়ি বনাঞ্চল, উপকূলীয় বনাঞ্চল,সোয়াম্প ফরেস্ট, ম্যানগ্রোভ ফরেস্ট ইত্যাদি। তাই বাংলাদেশ উদ্ভিদ এবং প্রাণী বৈচিত্র্যে খুবই সমৃদ্ধশালী একটি দেশ।

অন্যান্য প্রাণীদের মতো বাংলাদেশে হরেকরকমের সাপ দেখা যায়। রঙবেরঙের প্রায় ৭ টি গোত্রের (Family) ৪৬ টি গণের (Genus) ৯৫-১০৫ টি বিভিন্ন প্রজাতির সাপের বসবাস এই সুজলা-সুফলা,শস্য-শ্যামলা ভূমিতে।

বাংলাদেশে প্রাপ্ত সাপদের বেশিরভাগ প্রজাতিই বিষহীন। নির্বিষ প্রজাতিগুলো প্রধানত টেফলোপিডি (Typhlopidae), কলুব্রীডি (Cloubridae), পাইথনিডি (Pythonidae), বোইডি (Boidae) এবং অ্যাক্রোকরডিডি (Acrochordidae) গোত্রের এবং সবচেয়ে মারাত্মক বিষধর প্রজাতিগুলো এলাপিডি (Elapidae) এবং ভাইপারিডি (Viparidae) গোত্রের। 

বিষধর প্রজাতিগুলোর মধ্যে বেশিরভাগই সামুদ্রিক সাপ, যাদের সাথে আমাদের সংস্পর্শ হয়না। তাছাড়া ভাইপারিডি গোত্রের চন্দ্রবোড়া ছাড়া বাকিরা অরণ্যবাসী এবং এলাপিডি গোত্রের শঙ্খচূড়ও অরণ্যবাসী, তাই তারাও আমাদের সংস্পর্শের বাইরে  থাকে। শঙ্খিনী এবং হাল্লাবো সাপ বিষধর হলেও এদের দ্বারা মানুষের ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে। আরেকটি বিষয় হলো সব বিষধর প্রজাতিগুলোর বেশিরভাগই নিশাচর এবং আলোর প্রতি তীব্র সংবেদনশীল। তাই, দিনে এসব সাপের সাথে আমাদের সংস্পর্শ ঘঠেনা। তবুও বাংলাদেশে প্রতি বছর বিষধর সাপের কামড়ে মৃতের সংখ্যা অনেক এবং এইসব মৃত্যুর জন্যে প্রধানত তিন প্রজাতির সাপ সবচেয়ে বেশি ভূমিকা রাখে (চন্দ্রবোড়া, পাতি কালাচ এবং পদ্ম গোখরা)! 


বাংলাদেশে প্রাপ্ত সাপগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেয়া হলো - 

বিষধর সাপ (Venomous Snake)

  1. পদ্ম গোখরা বা কেউটে (Monocled Cobra)
  2. খৈয়া গোখরা (Spectacled Cobra)
  3. শঙ্খচূড় বা রাজ গোখরা (King Cobra)
  4. শঙ্খিনী বা শাখাঁমুঠি (Banded Krait)
  5. কালাচ বা কালচিতি (Common Krait)
  6. ছোট কালকেউটে (Lesser Black Krait)
  7. ওয়াল'সের কালাচ (Wall's Krait)
  8. চন্দ্রবোড়া (Russell’s Viper)
  9. সবুজবোড়া (White-lipped Pitviper)
  10. পাহাড়িবোড়া (Mountain Pitviper)
  11. লালঘাড় ঢোঁড়া সাপ (Red Necked Keelback)
  12. পাতাল নাগিনী (Annulated Sea Snake)
  13. হলদে-পেট সামুদ্রিক সাপ বা রঙ্গিলা সামুদ্রিক সাপ (Yellow-bellied Sea Snake)
  14. বড়শিনাক সামুদ্রিক সাপ বা জাল কেরানি সামুদ্রিক সাপ ( Hook-nosed Sea Snake)
মৃদু বিষধর সাপ (Mild-venomous Snake) -

Post a Comment

0 Comments