Advertisement

দেশি অজগর বা ময়াল সাপ (Indian Rock Python)

 ময়াল সাপ বা দেশি অজগর বা ভারতীয় অজগর পাইথনিডি পরিবারভূক্ত খুবই বড় আকৃতির এবং নির্বিষ একটি সাপ। আকৃতিতে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় সাপ। এটির ইংরেজি নাম " Indian Rock Python " একে " Black-tailed Python " বা "Asian Rock Python " ও বলা হয়। এটির বৈজ্ঞানিক নাম Python molurus। বাংলাদেশের উত্তর-পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব অঞ্চলের মিশ্র-চিরহরিৎ বন ও গরান বনাঞ্চলে এদেরকে পাওয়া যায়। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভূটান, মায়ানমার প্রভৃতি দেশে দেখতে পাওয়া যায়। 

ময়াল সাপ খুবই বড় আকৃতির সাপ। এটি প্রায় ৩ মিটারের (৯.৮ ফুট) মতো হয় লম্বা হয়ে থাকে। এদের মাথা ঘাড়ের চেয়ে চওড়া। দেহের বর্ণ হলদে থেকে বাদামী এবং দেহে অসমান গাঢ় বাদামী ছোপ ছোপ দাগ থাকে।


ছবি : দেশি অজগর ( collected from iNaturalist)

এটিকে তৃণভূমি, ঝোপঝাড়, জলাভূমি, বনভূমি, বাদাবন, খোলা বন, ঘাসজমি, নদীর কিনারা প্রভৃতি স্থানে পাওয়া যায়। এটি প্রয়োজনে পানিতে অনেকক্ষণ ডুব দিয়ে থাকতে পারে,তবে আশাপাশেই থাকে।। এটি পরিত্যক্ত স্তন্যপায়ীর গর্ত, ফাঁপা গাছ, ঘন নলখাগড়া, ম্যানগ্রোভ বন প্রভৃতি স্থানের মধ্যে লুকিয়ে থাকে।

এরা মূলত নিশাচর (Nocturnal)। তবে উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর দেহ থেকে নির্গত ইনফ্রারেড রশ্মি শনাক্ত করার জন্য এদের উপরের ঠোঁট বরাবর বিশেষ ইন্দ্রিয় ( Infrared Vision) থাকে।

এদের খাদ্য তালিকায় রয়েছে ইঁদুর, বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী,পাখি, খরগোশ এমনকি হরিণ, শিয়াল প্রভৃতিকেও খেয়ে ফেলে। এরা আগে শিকারকে পেঁচিয়ে বল প্রয়োগ করে দম বন্ধ করে মেরে ফেলে এবং পরবর্তীতে গিলে খায়।

এরা ওভিপোরাস এবং স্ত্রী সাপ ডিসেম্বর থেকে ফ্রেব্রুয়ারী মাসে ১০০ টি পর্যন্ত ডিম পাড়ে এবং বাচ্চা বের হওয়ার আগ পর্যন্ত তাতে তা দেয়।

শ্রেণীবিন্যাস (Taxonomy) 

KINGDOM : Animalia

PHYLUM : Chordata

SUBPHYLUM : Vertebrata

CLASS : Reptilia

ORDER : Squamata

FAMILY : Pythonidae

GENUS : Python 

SPECIES : Python molurus


তথ্যসূত্র দেখুন 

Post a Comment

0 Comments