Advertisement

হেলে সাপ বা বামুনি ঢোঁড়া ( Buff Striped Keelback)

হেলে সাপ (Buff Striped Keelback) হলো কলুব্রীডি পরিবারভূক্ত বাংলাদেশ এবং ভারতের সাধারণ এবং বিষহীন একটি সাপ। এটির বৈজ্ঞানিক নাম Amphiesma stolatum. বাংলাদেশ এবং ভারতে এটি বিভিন্ন নামে পরিচিত। যেমন : জিংলাপোড়া,বামুনি ঢোঁড়া, ঘেন্টি সাপ, ইনিবিনি, এনি সাপ, রাখাইল্লা সাপ ইত্যাদি। 

হেলে সাপ সাধারণত ০.৪-.৫ মিটার লম্বা হয়ে থাকে, তবে সর্বোচ্চ ০.৯ মিটার লম্বা হওয়ার রেকর্ড আছে। স্ত্রী হেলে সাপ পুরুষদের থেকে আকারে বড় হয়। এদের দেহ সরু আকৃতির এবং মাথা অল্প প্রশস্ত। এদের দেহ জলপাই-বাদামী থেকে ধূসর ভার্মেলিওন (লালচে-কমলা) বর্ণের হয়ে থাকে। মাথার পাশ হলুদ রঙের এবং মাথার নিচের দিকটা সাদা বা হলদে। চিবুক এবং গলা মাঝেমধ্যে কমলা হয়ে থাকে, অন্যথায় সাদা বর্ণের। মাথা ও দেহ একই রঙের এবং পেট ফ্যাকাশে ক্রীম বর্ণের।এদের দেহের দৈর্ঘ্য বরাবর গাঢ় ধূসর বা সাদা সমান্তরাল রেখা থাকে এবং দেহে অনুদৈর্ঘ্যভাবে আড়াআড়ি অনিয়মিত কালো ক্রসবার থাকে যা দেহের প্রায় এক-তৃতীয়াংশ জায়গায় বিস্তৃত। 


ছবি : হেলে সাপ ( Adapted from Indian Snake)

হেলে সাপকে বাংলাদেশ ছাড়াও ভারত,পাকিস্তান, শ্রীলংকা, নেপাল,ভূটান,মায়ানমার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীন,কম্বোডিয়া, লাওস প্রভৃতি দেশে পাওয়া যায়। এরা মূলত দিবাচর (Diurnal) এবং ব্যাঙ, ব্যাঙাচি, মাছ,কেচো, ইঁদুর, টিকটিকি, পোকামাকড় ইত্যাদি খেয়ে থাকে। এরা খুবই শান্ত স্বভাবের এবং দিনের বেলা বিভিন্ন ঝোপঝাড়, মাঠ,জলাভূমি, নিচু সমভূমি, পাহাড় প্রভৃতি জায়গায় দেখা মিলে। এরা সহজে জলে নামতে পাড়ে এবং বিরক্ত হলে বা ভয় পেলে ফণা তুলতে পারে, যার জন্য একে অনেকে কোবরার বাচ্চা ভেবে ভূল করেন। সাপটি নির্বিষ। 

হেলে সাপ ওভিপোরাস। স্ত্রী সাপ মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত মাটির গর্তে ৫-১০ টি ডিম পাড়ে। এরা মাটির নিচে তৃণমূলে শীতযাপন করে।

শ্রেণীবিন্যাস (Taxonomy) 

KINGDOM : Animalia

PHYLUM : Chordata

SUBPHYLUM : Vertebrata

CLASS : Reptilia

ORDER : Squamata

FAMILY : Colubridae

GENUS : Amphiesma 

SPECIES : Amphiesma stolatum

তথ্যসূত্র দেখুন 

Post a Comment

0 Comments