নির্বিষ সাপ বলতে বোঝায় যেসব সাপের বিষ মানবদেহের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলেনা। এসব প্রজাতির সাপের দাঁতের গঠন বিষধর সাপের থেকে ভিন্ন ধরনের (Aglyphous) এবং এদের কোনো বিষগ্রন্থি (Venom gland) থাকেনা, এজন্য এসব সাপের কামড়ে কোনো এন্টি-ভেনম (প্রতিষেধক) নেয়ার দরকার পড়েনা। তবে অনেকসময় এদের কামড়ে জ্বালা-যন্ত্রণা করতে পারে কিংবা এলার্জিক রিয়েকশন দেখা দিতে পারে, তাছাড়া এদের মুখের মধ্যে বসবাসকারী অণুজীবরাও আমাদের দেহের জন্য ক্ষতিকর হতে পারে, তাই এসব সাপের কামড়ের সাথে সাথে জায়গাটিকে ভালোভাবে কোনো জীবাণুনাশক সাবান/রাসায়নিক দিয়ে ক্লিন করতে হবে। বাংলাদেশে প্রাপ্ত নির্বষ সাপগুলো হলো -
- Checkered Keelback (জলঢোড়াঁ বা ধোরা সাপ)
- Pythons (অজগর সাপ)
- Common Wolf Snake (ঘরচিতি বা ঘরগিন্নি সাপ)
- Rat Snake (দাঁড়াশ সাপ)
- Brahminy Blind Snake (পুয়েঁ সাপ বা ব্রাম্মণী দুমুখো সাপ)
- Common Bronzeback Tree Snake (বেতআচঁড়া সাপ)
- Common Trinket Snake (পাতি দুধরাজ সাপ)
- Indo-chinese Rat Snake (ইন্দো-চীনা দাঁড়াশ সাপ)
- Olive Keelback Water Snake (জলপাইরঙা মেটে সাপ বা মাইট্রা সাপ)
- Indian Rock Python (দেশি অজগর বা ময়াল সাপ)
- Buff Stripped Keelback (হেলে সাপ বা বামুনি ঢোঁড়া)

0 Comments