Advertisement

Non-venomous Snake (নির্বিষ সাপ)


নির্বিষ সাপ বলতে বোঝায় যেসব সাপের বিষ মানবদেহের উপর কোনো ক্ষতিকর প্রভাব ফেলেনা। এসব প্রজাতির সাপের দাঁতের গঠন বিষধর সাপের থেকে ভিন্ন ধরনের (Aglyphous) এবং এদের কোনো বিষগ্রন্থি (Venom gland) থাকেনা, এজন্য এসব সাপের কামড়ে কোনো এন্টি-ভেনম (প্রতিষেধক) নেয়ার দরকার পড়েনা। তবে অনেকসময় এদের কামড়ে জ্বালা-যন্ত্রণা করতে পারে কিংবা এলার্জিক রিয়েকশন দেখা দিতে পারে, তাছাড়া এদের মুখের মধ্যে বসবাসকারী অণুজীবরাও আমাদের দেহের জন্য ক্ষতিকর হতে পারে, তাই এসব সাপের কামড়ের সাথে সাথে জায়গাটিকে ভালোভাবে কোনো জীবাণুনাশক সাবান/রাসায়নিক দিয়ে ক্লিন করতে হবে। বাংলাদেশে প্রাপ্ত নির্বষ সাপগুলো হলো -

Post a Comment

0 Comments