বাংলাদেশের সবার নিকট একটি পরিচিত সাপের নাম হলো " ব্রাহ্মণী দুমুখো সাপ "। নামে দুমুখো হলেও এটির আসলে একটি মুখ বা মাথা থাকে।টিফলোপিডি পরিবারভুক্ত এই সাপের ইংরেজি নাম " Brahminy blind snake" এবং বৈজ্ঞানিক নাম Ramphotyphlops braminus। একে পুয়ে সাপ,মাটি সাপ ইত্যাদি নামেও ডাকা হয়।
ব্রাহ্মণী দুমুখো সাপ সাধারণত ২-৪ ইঞ্চি (৫.১-১০.২ সেন্টিমিটার) লম্বা হয়,তবে সর্বোচ্চ ৬ ইঞ্চি (১৫ সেন্টিমিটার) পর্যন্ত লম্বা হতে পারে। এদের দেহ কেঁচোর মতো এবং দেহ থেকে মাথাকে আলাদা করা যায় না। চোখ ছোট আকৃতির এবং চোখের উপরে একটি পাতলা পর্দা থাকে। এই সাপটি চোখে দেখতে পায় না তাই একে ব্লাইন্ড স্নেক বলা হয়।
![]() |
ছবি : ব্রাহ্মণী দুমুখো সাপ |
এদের দেহ কুচকুচে কালো বা রূপালী ধূসর বা ঈষৎ বাদামী হতে পারে। এশিয়া এবং আফ্রিকা মহাদেশ এদের মূল আবাস বলে ধরা হয়।
পুয়ে সাপ প্রধানত লোকালয় এবং কৃষিজমিতে বসবাস করে। পিপড়া ও উইঁয়ের বাসা,ভেজা মাটির নিচে,পাতরের নিচে ,কাটা গাছের গুঁড়িতে, পঁচা পাতার নিচে,ইটের নিচে, ভেজা মাটিতে মিশে যাওয়া দালানকোঠার ফাঁকে ও হিউমেরাসের নিচে জীবন অতিবাহিত করে। এদের খাদ্য তালিকায় রয়েছে পিপীলিকা, উইঁপোকা এবং এদের ডিম ও লার্ভা। এদের কোনো পুরুষ সদস্য নেই,সবাই স্ত্রী এবং প্রজনন প্রধানত পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় হয়ে থাকে।
শ্রেনীবিন্যাস (Taxonomy)
KINGDOM : Animalia
PHYLUM : Chordata
SUBPHYLUM : Vertebrata
CLASS : Reptilia
ORDER : Squamata
FAMILY : Typhlopidae
GENUS : Ramphotyphlops
SPECIES : Ramphotyphlops braminus

0 Comments