সমুদ্রে ঘুরেবেড়ানো মারাত্মক নিউরোটক্সিন বিষ সমৃদ্ধ এক দানবের নাম " বেলচার্স সী স্নেক "। সাপটির অপর নাম ফেইন্ট ব্যান্ডেড সী স্নেক। । এটা এলাপিডি (elapidae) গোত্রভূক্ত সাপ এবং এটির বৈজ্ঞানিক নাম Hydrophis belcheri.
এরা সাধারণত ০.৫ থেকে ১ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের দেহ সমানভাবে সরু (মধ্যভাগ সামান্য পুরু)। পাতলা দেহের রঙ সবুজাভ, হালকা ধূসর থেকে হলুদ। পেটের বর্ণ সাদা বা হলদে সাদা। মাথা ছোট কিন্তু জলজ পরিবেশের উপযোগী, মাথার রং কালো এবং অনেকক্ষেত্রে চোখের চারপাশে হালকা হলুদ দাগ থাকে। এদের লেজের দিকটা অন্যান্য সামুদ্রিক সাপেদের মতো অনেকটা নৌকার বৈঠার মতো (Paddle-like) বা প্যাডেল আকৃতির হয় যার সাহায্য এটি সমুদ্রে খুবই দ্রুত বেগে চলতে সক্ষম।
![]() |
ছবি : বেলচার্স সী স্নেক (Source : Unsplash) |
এদেরকে ভারত মহাসাগরের বিস্তৃত এলাকাজুড়ে পাওয়া যায়।
বেলচারের সামুদ্রিক সাপ আক্রমণাত্মক নয় এবং মানুষকে এড়িয়ে চলে। তবে বিরক্ত করলে কামড় বসিয়ে দিতে পারে। এটি সাধারণত মানুষের সংস্পর্শ থেকে অনেক দূরে থাকে।
অনেকে এদের সাথে " জাল কেরানি সাপ (Hook-nosed Sea Snake " এর সাথে গুলিয়ে ফেলে। আসলে বড়শিনাক বা জাল কেরানি সামুদ্রিক সাপ আর বেলচারের সামুদ্রিক সাপ সম্পূর্ণ দুটি ভিন্ন প্রজাতি।
বেলচার্স সী স্নেকের বিষে রয়েছে মারাত্মক নিউরোটক্সিন বিষ যা তাদেরকে পৃথিবীর প্রথম সারির বিষধর সাপের তালিকায় অন্তর্ভুক্ত করেছে (বিষয়টি এখনো পরীক্ষনীয় অবস্থায় আছে)। অনেক ভুলভাল ইউটিউবারদের বদৌলতে একটি গুজব পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে যে " বেলচার্স সী স্নেক " পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ। আসলে এই রকম কোনো পরীক্ষা কিংবা পর্যবেক্ষণ এখনো করা হয়নি। SCLD50 এর মানদণ্ডে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ হচ্ছে - অস্ট্রেলিয়া মহাদেশে প্রাপ্ত " Inland Taipan" আর সামুদ্রিক সাপগুলোর মধ্যে " Dubois' Sea Snake "।
বেলচারের সামুদ্রিক সাপে কামড়ানোর ৫ মিনিট থেকে ২ ঘন্টা পর বিষক্রিয়া শুরু হয়। বিষক্রিয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে -
আক্রান্ত স্থানে হালকা ব্যাথা ও ফোলা,বমি বমি ভাব, বমি করা, ডায়েরিয়া, মাথা ব্যাথা, পেট ব্যাথা, গলা শুকিয়ে যাওয়া, ঘাম বা তৃষ্ণার্ত বোধ হওয়া, ক্লান্তি, শরীর ও মাংসপেশিতে ব্যাথা ইত্যাদি।
শ্রেণীবিন্যাস (Taxonomy)
KINGDOM : Animalia
PHYLUM : Chordata
SUBPHYLUM : Vertebrata
CLASS : Reptilia
ORDER : Squamata
FAMILY : Elapidae
GENUS : Hydrophis
SPECIES : Hydrophis belcheri

0 Comments