ইনল্যান্ড তাইপান (Inland Taipan) হচ্ছে ভূমিতে থাকা পৃথিবীর সবচেয়ে মারাত্মক বিষধর সাপ। এটি যদি আপনাকে একবার কামড় দিতে পারে,তবে আপনার রক্ত জেলির মতো হয়ে যাবে।
Inland Taipan এর বৈজ্ঞানিক নাম Oxyuranus microlepidotus। এটিকে Small Scaled Snake, Western Taipan বা Fierce Snake ইত্যাদি নামেও ডাকা হয়। এটির মূল আবাস অস্ট্রেলিয়া মহাদেশ।
ইনল্যান্ড তাইপানের দেহের রঙ ঋতুর উপর নির্ভর করে পরিবর্তন হয়।এদের দেহ সাধারণত গাঢ় বর্ণ থেকে হালকা বাদামী-সবুজ হয়।দেহের উপরের অংশ এবং লেজ বাদামী ও ধূসর রঙের। চোখ কালো ও বাদামী বর্ণের।
এরা সাধারণত ১.৮ মিটার (5.9 ফুট) লম্বা হয়ে থাকে, তবে সর্বোচ্চ ২.৫ মিটার (8.2 ফুট) পর্যন্ত লম্বা সাপ পাওয়া গেছে। এদের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী,ছোট মুরগীর বাচ্চা, ইঁদুর, Dasyurids (এক ধরনের মারসুপিয়াল প্রাণী) ইত্যাদি। প্রজনন মৌসুমে স্ত্রী সাপ ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা বেরোতে প্রায় ২ মাস সময় লেগে যায়।
![]() |
ছবি : ইনল্যান্ড তাইপান (Adapted from Wikipedia) |
এতো মারাত্মক বিষধর সাপ হলেও এটি শান্ত এবং লাজুক স্বভাবের। এটি মানুষের সংস্পর্শে আসে না, কারণ এটি খুবই জনবিরল এলাকায় বসবাস করে।
ইনল্যান্ড তাইপানের বিষে আছে মারাত্মক নিউরোটক্সিন, মায়োটক্সিন, হেমোটক্সিন ইত্যাদি বিষ যা মাত্র ৪৫ মিনিটে একজন পূর্ণবয়স্ক মানুষকে মেরে ফেলতে পারে। এই সাপটির মাত্র ১ ফোটা বিষ (প্রায় ১১ মিলিগ্রাম) ১০০ জন মানুষকে মেরে ফেলতে সক্ষম। তবে এটি প্রতিটি বাইটে ৪৪ মিলিগ্রাম হারে বিষ ঢালে এবং সর্বোচ্চ ১১০ মিলিগ্রামের রেকর্ড আছে। এটির Subcutaneous Median Lethal Dose 50 (SCLD50) এর মান 0.025 মিলিগ্রাম /কেজি
ইনল্যান্ডে তাইপান বিরক্ত হলে কিংবা নিজেদের জন্য কোনো কিছুকে হুমকি মনে করলে কামড় বসিয়ে দিতে পারে।এরা খুবই দ্রুতগতিতে এবং নিখুতভাবে কামড় বসাতে পারে। এদের কামড়ের বিষক্রিয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে - কিডনি বৃকল হওয়া,মাথাঘোরানো, ঢলে পড়া, ডায়রিয়া,পেট ব্যাথা,বমি বমি ভাব,বমি হওয়া,মাথাব্যথা ইত্যাদি।
শ্রেণীবিন্যাস (Taxonomy)
KINGDOM : Animalia
PHYLUM : Chordata
SUBPHYLUM : Vertebrata
CLASS : Reptilia
ORDER : Squamata
FAMILY : Elapidae
GENUS : Oxyuranus
SPECIES : Oxyuranus microlepidotus

0 Comments