বিষধর সাপ (বিষাক্ত নয়) বলতে সাধারণত ঐসব সাপের প্রজাতিগুলোকে বুঝায় যেগুলোর বিষ মানুষ কিংবা অন্যান্য প্রাণিদেহের জন্য ক্ষতিকর কিংবা মারাত্মক। এসব সাপের কামড় খেলে এন্টি-ভেনম নেয়া বাধ্যতামূলক। সাধারণত বিষধর প্রজাতিগুলোর বিষের মধ্যে নিউরোটক্সিন, কার্ডিওটক্সিন, নেফ্রোটক্সিন, হেমোটক্সিন প্রভৃতি বিষ থাকে যেগুলো যথাক্রমে আমাদের দেহের স্নায়ুতন্ত্র, হৃদযন্ত্র, কিডনি, লোহিত রক্তকণিকা প্রভৃতিকে আক্রমণ করে এবং অনেকসময় আমাদের মৃত্যুকে নিশ্চিত করে দেয়, তাই এসব বিষধর সাপগুলো সম্পর্কে আমাদের সাধারণ জানাশুনা রাখাটা খুবই জরুরী। বাংলাদেশে প্রাপ্ত বিষধর সাপগুলো হলো -
- Spectacled Cobra (খৈয়া গোখরা)
- Monocled Cobra (পদ্ম গোখরা বা কেউটে)
- Common Krait (পাতি কালাচ বা কালকেউটে)
- Banded Krait (শঙ্খিনী বা শাখাঁমুঠি)
- Lesser Black Krait (ছোট কৃষ্ণ কালাচ বা ছোট কালকেউটে)
- Greater Black Krait (বড় কৃষ্ণ কালাচ বা বড় কালকেউটে)
- Wall's Krait (ওয়ালের কালাচ বা ওয়ালের কেউটে)
- King Cobra (শঙ্খচূড় বা রাজগোখরা)
- Russel's Viper (চন্দ্রবোড়া)
- Mountain Pitviper (পাহাড়িবোড়া)
- Pope's Green Pitviper (পপের সবুজবোড়া)
- Spot-tailed Tree Pitviper (দাগীলেজা সবুজবোড়া)
- Red Nacked Keelback (লালঘাড় ঢোড়াঁ সাপ বা লালগলা সাপ)
- MacClelland's Coral Snake(ম্যাক্লেল্যান্ডের প্রবাল সাপ)
- Gore's Coral Snake (গুরের প্রবাল সাপ)
- Yellow-bellied Sea Snake (হলদে-পেট সামুদ্রিক সাপ বা রঙ্গিলা সামুদ্রিক সাপ)
- Annulated Sea Snake (পাতাল নাগিনী)
- Hook-nosed Sea Snake (বড়শিনাক সামুদ্রিক সাপ বা জাল কেরানি সামুদ্রিক সাপ)
- Shaw's Sea Snake (বৈঠাটেবি সামুদ্রিক সাপ)
- Yellow-lipped Sea Krait (লাঠি সামুদ্রিক সাপ)
পৃথিবীর অন্যান্য কিছু বিষধর সাপ হলো -
- Inland Taipan (ইনল্যান্ড তাইপান)
- Belcher's Sea Snake (বেলচারের সামুদ্রিক সাপ)
- Black Mamba (কালো মাম্বা)

0 Comments