বড়শিনাক সামুদ্রিক সাপ বা জাল কেরানি সামুদ্রিক সাপ হচ্ছে এলাপিডি পরিবারভূক্ত একটি ভয়ংকর আর মারাত্মক নিউরোটক্সিন বিষধর সাপ। এটির ইংরেজি নাম Hook-nosed Sea Snake এবং বৈজ্ঞানিক নাম Hydrophis schistosus. এটিকে Common Sea Snake, Beaked Sea Snake অথবা Valakadeyan Sea Snake ও বলা হয়। বাংলায় হুগলী পটী বা বড়শিনাক দজ্যা সাপ ইত্যাদি নামে ডাকা হয়।
এরা আকারে প্রায় ১.৩ মিটার লম্বা হয়। দেহ সরু আকৃতির। উপরের দিকটা ধূসর রঙের এবং পার্শ্ব ও নিচের দিকটা সাদাটে রঙের। প্রাপ্ত বয়স্কদের দেহ জলপাই বা ধূসর বর্ণের এবং কালো কালো পট্টিযুক্ত।
এদের প্রধান খাদ্য মাছ। দিন এবং রাত, উভয় সময়েই এরা সক্রিয় থাকে। একবারে অক্সিজেন নিয়ে পানির নিচে ৫ ঘন্টার মতো থাকতে পারে। অন্যান্য সামুদ্রিক সর্প প্রজাতির মতো অতিরিক্ত লবন প্রতিরোধে দেহে বিশেষ গ্রন্থি রয়েছে।
![]() |
ছবি : Hook-nosed Sea Snake (Source : Wikipedia) |
জাল কেরানি সামুদ্রিক সাপ ব্যাপক বিস্তৃত প্রজাতির একটি সাপ। এদেরকে ভারত মহাসাগর (বাংলাদেশ, ভারত, শ্রিলংকা, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম প্রভৃতি), আরব সাগর ও পারস্য উপসাগর (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, বাহরাইন, ইরাক, ইরান প্রভৃতি) দেশে পাওয়া যায়। সিচিলিসের দক্ষিন দিকে এবং মাদাগাস্কারেও এর অস্তিত্ব আছে।
সামুদ্রিক সাপ হলেও এদেরকে উপকূলীয় উপহ্রদ, নদীর মোহনা ইত্যাদি জায়গায়ও পাওয়া যায়।
বড়শিনাক সামুদ্রিক সাপ অন্যান্য সামুদ্রিক সাপের মতো শান্ত স্বভাব বিশিষ্ট হয়না, এরা আচরনে উগ্র। পৃথিবীতে যতো সামুদ্রিক সাপের কামড় এবং কামড়ে মৃত্যুর ঘঠনা ঘটে তার প্রায় ৫০ শতাংশ এই প্রজাতির সাপের দ্বারা হয়ে থাকে।
এদের বিষ তীব্র নিউরোটক্সিন এবং মায়োটক্সিন ধারণ করে। এদের বিষের মারণমাত্রা মাত্র ১.৫ মিলিগ্রাম, অথচ প্রতিটি কামড়ে ৭.৯-৯.০ মিলিগ্রাম বিষ ঢালে! (খুবই ভয়ানক ব্যাপার)।
এদের বিষের Subcutaneous Median Lethal Dose 50 (SCLD50) এর মান 0.1125 মিলিগ্রাম/কেজি।
বিষের তীব্রতার দিক দিয়ে এরা পৃথিবীর ১০ম বিষধর সাপ এবং বাংলাদেশের ২য় বিষধর সাপ (বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ রঙ্গিলা সামুদ্রিক সাপ)।
শ্রেণীবিন্যাস (Taxonomy)
KINGDOM : Animalia
PHYLUM : Chordata
SUBPHYLUM : Vertebrata
CLASS : Reptilia
ORDER : Squamata
FAMILY : Elapidae
GENUS : Hydrophis
SPECIES : Hydrophis schistosus

0 Comments