Advertisement

কালো মাম্বা সাপ (Black Mamba)

 ব্ল্যাক মাম্বা হচ্ছে পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে মারাত্মক উগ্র আর বদমেজাজি সাপদের একটি। এর সামনে একবার পড়লে কামড় না খেয়ে ফেরার সম্ভাবনা প্রায় নেই। এর ইংরেজি নাম Black mamba আর বৈজ্ঞানিক নাম Dendroaspis polylepis। আকৃতির দিকে দিয়ে এটি আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ বিষধর সাপ এবং পৃথিবীতে দ্বিতীয় বৃহৎ বিষধর সাপ (সবচেয়ে বড় বিষধর সাপ কিং কোবরা)। এটি এলাপিডি পরিবারভূক্ত এবং নিউরোটক্সিন বিষধর।

কালো মাম্বার নামের আগে কালো থাকলেও আসলে সেটি কিন্তু কালো নয়, এটির মুখের ভিতর খুবই কালো এজন্য এমন নামকরণ। ব্ল্যাক মাম্বার দেহের রঙ ধূসর, হলুদাভ-বাদামী, গাঢ় বাদামী কিংবা কালো (বিরল)। পেটের রঙ সাদাটে ধূসর। দেহের আকৃতি সিলিন্ড্রিক্যাল, চোখ মাঝারি আকৃতির আর মুখ কফিনের মতো। দৈর্ঘ্য সাধারণত ৩ মিটারের মতো লম্বা হয় (সর্বোচ্চ ৪.৫ মিটারের রেকর্ড আছে)। 



ছবি : African Black Mamba (Source : Pixabay) 

ব্ল্যাক মাম্বাকে আফ্রিকা মহাদেশের অভিশাপ বললেও ভূল হবে না, কারন এটি এতো দ্রুত চলাফেরা করে ( প্রতি সেকেন্ড প্রায় ৪.৪৪ মিটার) যে মানুষকে খুব সহজেই কামড়ে দেয় এবং একইসাথে একাধিকবার বাইট দেয়।

কালো মাম্বা দিবাচর (Diurnal) এবং একইসাথে বৃক্ষচারী (Terrestrial) ও স্থলজ (Arboreal)। গভীর বন, পাহাড়ি ঢাল, সাভানা (বিশেষ এক ধরনের তৃণভূমি যার মাঝে মাঝে ছোট বৃক্ষ ও ঝোপ থাকে), বনভূমি (Woodland) ইত্যাদিতে চলাফেরা করে। খাদ্য তালিকায় রয়েছে ছোট ছোট পাখি, ইঁদুর, বাদুর, বিভিন্ন প্রকারের ছোট আকৃতির স্তন্যপায়ী প্রাণী ইত্যাদি। 

এটিকে মূলত আফ্রিকান সাব-সাহারান অঞ্চলগুলোতে পাওয়া যায় (ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিম্বাবুয়ে, উগান্ডা, রুয়ান্ডা, বুরকিনা ফাসো, বোতসোয়ানা, ক্যামেরুন, সোমালিয়া, এঙ্গোলা, কেনিয়া, তানজানিয়া ইত্যাদি)। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারী মূলত প্রজননকাল, এই সময়ে স্ত্রী সাপ ৬-১৭ টা ডিম পাড়ে (Oviparous)। 

কালো মাম্বা পৃথিবীর ২৩তম বিষধর সাপ হলেও খুবই মারাত্মক কারণ এটি প্রতি বাইটে প্রায় ১০০-১২০ মিলিগ্রাম (সর্বোচ্চ ৪০০ মিলিগ্রাম) বিষ ঢালে। নিউরোটক্সিন বিষধর এই সাপের বিষের ইনট্রোভেনাস লেথাল ডোজ ৫০ এর মান 0.32-0.33 মিলিগ্রাম /কেজি। কামড়ানোর ১০ মিনিট পর থেকেই বিষক্রিয়া শুরু হতে পারে। তবে আক্রান্ত স্থান ফোলে না বা নেক্রোসিস (বিষক্রিয়ার দরুন কোষের মৃত্যু) ঘঠে না। বিষক্রিয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে - তলপেটে ব্যাথা (Abdominal Pain), বমিবমি ভাব (Nausea), বমি করা (Vomiting), লালাক্ষরণ (Salivation), চোখ লাল হওয়া (Red eyes) ইত্যাদি। 

শ্রেণীবিন্যাস (Taxonomy)  

KINGDOM : Animalia

PHYLUM : Chordata

SUBPHYLUM : Vertebrata

CLASS : Reptilia

ORDER : Squamata

FAMILY : Elapidae 

GENUS : Dendroaspis

SPECIES : Dendroaspis polylepis


তথ্যসূত্র দেখুন 

Post a Comment

0 Comments