Advertisement

পৃথিবীর সবচেয়ে বিষধর ১০টি সাপ ( Top 10 Venomous Snakes in the World)

 আমরা অনেক সময় পৃথিবীর সবচেয়ে বিষধর সাপগুলো সম্পর্কে জানতে চাই, সেক্ষেত্রে অনেকে ভয়ংকর আর বিষধর এই ধরনের সাপের মধ্যে একটা তালগোল পাকিয়ে ফেলেন। সবচেয়ে বিষধর সাপ বলতে আসলে আমরা বুঝাচ্ছি যে সাপগুলোর বিষের তীব্রতা সবচেয়ে বেশি অর্থাৎ কতটুকু পরিমাণ বিষ মানুষ কিংবা অন্যান্য প্রাণীকে মেরে ফেলতে সক্ষম। তাদের স্বভাব কিংবা আচরণকে এক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হবে না। তীব্র বিষধর সাপগুলো যে সবসময় আচরণে উগ্র হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।



ছবি : Venomous Rattle Snake (Source : Pixabay) 

 অনেক সময় দেখা যায় সবচেয়ে বিষধর সাপগুলোও আচরণে নিরীহ প্রকৃতির এবং মানুষকে এড়িয়ে চলে। Subcutaneous Median Lethal Dose 50 (SCLD50) এর মানের উপর ভিত্তি করে পৃথিবীর সবচেয়ে বিষধর দশটি সাপের তালিকা নিচে দেয়া হলো - 


1. Inland Taipan ( Oxyuranus microlepidotus) : ইনল্যান্ড তাইপান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ। এটির অপরনাম Small Scaled Snake, Western Taipan বা Fierce Snake । এটির মূল আবাস অস্ট্রেলিয়া মহাদেশে।এর বিষের SCLD50 এর মান 0.025 মিলিগ্রাম /কেজি। এটির বিষ নিউরোটক্সিন। 


2. Dubois' sea snake (Aipysurus duboisii) : এটির আবাস ট্রপিক্যাল সাগরগুলোতে। এর বিষের SCLD50 এর মান 0.044 মিলিগ্রাম /কেজি। এটি এলাপিডি পরিবারভূক্ত সাপ। দুবিয়্যের সী স্নেক হচ্ছে সবচেয়ে বিষধর সামুদ্রিক সাপ। 


3. Eastern Brown Snake (Pseudonaja textilis) : এটিকে Common brown Snake নামেও ডাকা হয়। এর আবাস অস্ট্রেলিয়া এবং নিউ গিনিয়াতে। ইস্টার্ন ব্রাউন স্নেক এলাপিডি পরিবারভূক্ত এবং স্থলে বসবাসকারী দ্বিতীয় সবচেয়ে বিষধর সাপ। এর বিষের SCLD50 এর মান 0.053 মিলিগ্রাম /কেজি।


4. Yellow-bellied Sea Snake (Hydrophis platurus) : বাংলায় একে হলদে-পেট সামুদ্রিক সাপ বা রঙ্গিলা সামুদ্রিক সাপও বলা হয়। এটি এলাপিডি পরিবারভূক্ত একটি সামুদ্রিক সাপ। এটির বিষের SCLD50 এর মান 0.067 মিলিগ্রাম /কেজি। এটি বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপ। ইয়েলো বেলিড সী স্নেক এর বিষ নিউরোটক্সিন এবং পাশাপাশি দু'ধরনের আইসোটক্সিনও থাকে।


5. Central Ranges Taipan ( Oxyuranus temporalis) : একে Western Desert Taipan ও বলা হয়। এটিও এলাপিডি পরিবারভূক্ত এবং আবাস অস্ট্রেলিয়া মহাদেশে। সেন্ট্রাল রেঞ্জস তাইপান এর বিষের SCLD50 এর মান 0.075 মিলিগ্রাম /কেজি।


6. Peron's Sea Snake (Hydrophis peroni) : একে Horned Sea Snake বা Spiny-headed Sea Snake ও বলা হয়। এটি এলাপিডি পরিবারভূক্ত। থাইল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনি, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ইত্যাদিতে একে পাওয়া যায়। পেরনের সামুদ্রিক সাপ এর বিষের SCLD50 এর মান 0.079 মিলিগ্রাম /কেজি।


7. Coastal Taipan (Oxyuranus scutellatus) : একে Common Taipan বলা হয়। মূল আবাস অস্ট্রেলিয়া। এটিও এলাপিডি পরিবারভূক্ত সাপ। এটির বিষ নিউরোটক্সিন ও টাকিওটক্সিন। কোস্টাল তাইপানের বিষের SCLD50 এর মান 0.106 মিলিগ্রাম /কেজি।


8. Many Banded Krait ( Bungarus multicinctus) : একে Taiwanese Krait বা Chinese Krait নামেও ডাকা হয়। মেনি ব্যান্ডেড ক্রেইট এর বিষের ধরন নিউরোটক্সিন এবং বিষের SCLD50 এর মান 0.09-0.108 মিলিগ্রাম /কেজি। এটিও এলাপিডি পরিবারভূক্ত। লাওস, চীন, তাইওয়ান, হংকং, মালয়েশিয়া প্রভৃতি দেশে পাওয়া যায়। 


9. Black Banded Sea Krait (Laticauda semifasciata) : এটিকে Chinese Sea Krait বা Erabu নামেও বলা হয়। এটিও এলাপিডি পরিবারভূক্ত। এটিকে তাইওয়ান, ফিলিপাইন প্রভৃতি দেশে পাওয়া যায়। ব্ল্যাক ব্যান্ডেড সী ক্রেইট এর বিষের SCLD50 এর মান 0.111 মিলিগ্রাম /কেজি।


10. Hook-nosed Sea Snake (Hydrophis schistosus) : বাংলায় একে বড়শিনাক সামুদ্রিক সাপ বা জাল কেরানি সামুদ্রিক সাপও বলা হয়। এটিও এলাপিডি পরিবারভূক্ত একটি সামুদ্রিক সাপ। এটির বিষের SCLD50 এর মান 0.1125 মিলিগ্রাম /কেজি। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বিষধর সাপ এবং পৃথিবীর দশম বিষধর সাপ। এটির বিষ নিউরোটক্সিন এবং মায়োটক্সিন। 



Post a Comment

0 Comments