Advertisement

সাপের বিষ থেকে তৈরীকৃত কিছু গুরুত্বপূর্ণ ঔষধ (Some Essential Drugs Derived from Snakes Venom)

আমরা অনেকেই হয়তো মনে করি যে সাপের বিষ কেবলমাত্র আমাদের ক্ষতিই করে থাকে, কিন্তু সাপের বিষ যে আমাদের জীবনরক্ষকারী উপাদান হিসেবে ব্যবহৃত হয় সেটা আমাদের অনেকেরই অজানা। বর্তমানে বিজ্ঞানীরা সাপের বিষ থেকে বেশ কয়েকটি ঔষধ আবিস্কার করতে সক্ষম হয়েছেন এবং বেশ কিছু ঔষধ নিয়ে গবেষনা চলমান আছে (এমনকি টিউমার, ক্যান্সারের মতো রোগের প্রতিষেধকও সাপের বিষ থেকে আবিস্কারের চেষ্টা চলছে) 



সাপের বিষ থেকে তৈরী গুরুত্বপূর্ণ কিছু ঔষধের নাম -

Ancrodএটির ব্র্যান্ড নাম Viprinex. দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি বিষধর পিট ভাইপার সাপ, Malayan pit-viper (Calloselasma rhodostoma), এর বিষ থেকে এটি তৈরী করা হয়। এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক প্রভৃতি রোগে ব্যবহৃত হয়।

Batroxobin : দক্ষিণ আমেরিকার তীব্র বিষধর দুটি পিটভাইপার, Common lancehead (Bothrops atrox) এবং Brazilian lancehead (Bothrops moojeni) এর বিষ থেকে এই ডিফ্রাইব্রোজিনেটিং এজেন্ট হিসেবে কার্যকর ড্রাগটি তৈরী করা হয়। এটি মূলত থ্রম্বোসিসে এবং হেমোস্ট্যাটিক ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়।

Captopril : এটির ব্র্যান্ড নাম Capoten. দক্ষিণ আমেরিকার একটি তীব্র বিষধর পিট ভাইপার Jararaca (Bothrops jararaca) থেকে ব্রাজিলীয়ান বিজ্ঞানী Sergio Henrique Ferreira একটি রাসায়নিক যৌগ আবিস্কার করেন যেটি Angiotensin Converting Enzyme (ACE) ইনহিবিটর নামে পরিচিত। এই ACE ইনহিবিটর যৌগটি উচ্চ রক্তচাপে (হাইপারটেনশন) এবং হার্ট ফেইলিউরে ব্যবহৃত হয়।

Cobratoxin : নাজা গণের বিভিন্ন প্রজাতির সাপেদের বিষে যেমন : Indo-chinese Spitting Cobra (Naja siamensis), Chinese Cobra (Naja atra) এর বিষে এটি পাওয়া যায়। এই বিষ থেকে বিভিন্ন ঔষধ তৈরীর চেষ্টা চলছে যেমন: পেইন কিলার, মাল্টিপল স্ক্রেলোরোসিস ( কেন্দ্রিয় স্নায়ুতন্ত্রের অটো-ইমিউন ডিজিস) এর চিকিৎসায় ইত্যাদি। 

Eptifibatide : এটি একটি Anti-Platelet ড্রাগ। দক্ষিণ-পূর্ব আমেরিকার একটি পিট ভাইপার উপপ্রজাতির সাপ Barbour's Pygmy Rattlesnake (Sistrurus miliarius barbouri) এর বিষ থেকে প্রাপ্ত Disintegrins নামক প্রোটিন থেকে এই ঔষধটি তৈরী করা হয়। এই প্রোটিন ফ্যামেলিটি রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। তাই হার্ট অ্যাটাক, আনস্টেবল অ্যানজাইনা প্রভৃতিতে এটি ব্যবহৃত হয়।

Post a Comment

0 Comments