পাতাল নাগিনী সাপ হচ্ছে Hydrophiinae উপ গোত্রের এবং এলাপিডি গোত্রের একটি উচ্চতর নিউরোটক্সিন বিষধর সামুদ্রিক সাপ। এর ইংরেজি নাম Annulated Sea Snake এবং বৈজ্ঞানিক নাম Hydrophis cyanocinctus. এটিকে Blue-banded sea Snake, Dusky-chinned giant sea snake নামেও ডাকা হয়। বাংলাদেশে পাতাল নাগিনী, ছিটটুল, কালো-হলদে বলয়যুক্ত সামুদ্রিক সাপ ইত্যাদি নামে ডাকা হয়।
পাতাল নাগিনী সামুদ্রিক সাপের উপরের দিকের রং সবুজাভ-জলপাই রঙের, দেহে কালো বলয়যুক্ত দাগ থাকে। দেহের তুলনায় মাথা সরু এবং প্রায় ইংরেজি V অক্ষরের মতো দেখতে। লেজ অন্যান্য সামুদ্রিক সাপের মতো নৌকার মতো বা প্যাডেলাকৃতির যার সাহায্য জলভাগে খুব দ্রুত চলাফেরা করতে পারে, তবে স্থলে খুবই ধীরগতির। এরা আকৃতিতে বড় ধরনের সামুদ্রিক সাপ, সাধারণত ৪-৫ ফুট লম্বা হয় ( সর্বোচ্চ ৬.৫ ফুটের রেকর্ড আছে)। এরা শান্ত স্বভাবের।
![]() |
ছবি : Annulated Sea Snake (Source : iNaturalist UK) |
পাতাল নাগিনী সাপ ব্যাপক বিস্তৃত একটি প্রজাতি। এটিকে ভারত মহাসাগর (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রিলংকা, ইরান, মায়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইন প্রভৃতি), সলোমন দ্বীপপুঞ্জ, পার্সিয়ান উপসাগরের উপকূলে (ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার), চীনের পূর্ব ও দক্ষিন দিকে, ইন্দোনেশিয়া (জাভা দ্বীপ, আরো দ্বীপ, বর্ণিয়), ব্রুনাই, জাপান, দক্ষিন কোরিয়া প্রভৃতি দেশের স্থলভাবে পাওয়া যায়। এটিকে বাংলাদেশের শীতলক্ষ্যা নদীতেও পাওয়া গেছে।
এরা মূলত সামুদ্রিক সাপ, তবুও ম্যানগ্রোভ ফরেস্ট, নদী, মোহনা প্রভৃতি জায়গায় পাওয়া যেতে পারে। এদের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন প্রকারে মাছ (প্রধানত ইলফিস প্রভৃতি)।
পাতাল নাগিনী সাপ নিউরোটক্সিন বিষধারী। এটির Subcutaneous Median Lethal Dose 50 (SCLD50) এর মান 0.39-0.41 মিলিগ্রাম /কেজি। এটি পৃথিবীর ২৫তম বিষধর সাপ এবং বাংলাদেশের ষষ্ঠ বিষধর সাপ।
পাতাল নাগিনী সাপ যেহেতু সামুদ্রিক, তাই মানুষকে কামড়ানোর ঘঠনাও বিরল। তবুও এর বিষক্রিয়ায় গুরুতর Fatigue, প্যারালাইসি, শ্বাস কার্য বন্ধ হওয়া, কিডনি বিকল হওয়া ইত্যাদির মাধ্যমে মৃত্যু ঘঠতে পারে।
এর বিষক্রিয়ার লক্ষনগুলো বয়স, দেহের ভর এবং স্বাস্থ্যের অবস্থা ইত্যাদির উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তবে - বমিবমি ভাব (Nausea), বমি (Vomiting), ডায়রিয়া (Diarrhoea), মাথা ব্যাথা (Headache), দেহ ও মাংসপেশিতে ব্যাথা (Pain in Muscle), তলপেটের ব্যাথা (Abdominal Pain), শ্বাস-প্রশ্বাসে সমস্যা (Problem in Breathing), কালো বর্ণের মুত্র (Dark Colour Urine) ইত্যাদি হতে পারে।
শ্রেণীবিন্যাস (Taxonomy)
KINGDOM : Animalia
PHYLUM : Chordata
SUBPHYLUM : Vertebrata
CLASS : Reptilia
ORDER : Squamata
FAMILY : Elapidae
GENUS : Hydrophis
SPECIES : Hydrophis cyanocinctus
.jpeg)
0 Comments