লালঘাড় ঢোঁড়া সাপ ( Red Nacked Keelback) হচ্ছে বাংলাদেশে প্রাপ্ত একমাত্র বিষাক্ত ও বিষধর সাপ যা কলুব্রিডি পরিবারের অন্তর্ভুক্ত। এটি দেখতে খুবই সুন্দর এবং এশিয়ায় এন্ডেমিক। আবিস্কারের প্রথম দিকে বিজ্ঞানীরা একে অক্ষতিকর মনে করলেও পরবর্তীতে এটিকে বিষধর সাপের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এটির বৈজ্ঞানিক নাম Rhabdophis subminiatus.
লালগলা সাপের দেহ সবুজাভ অথবা জলপাই-বাদামী বর্ণের,গলা লাল (এই লাল অংশ হতে বিষাক্ত পদার্থ ক্ষরিত হয়)।দেহের উপরিভাগ সবুজাভ হলেও অঙ্কীয়ভাগ হলদে বর্ণের। অপ্রাপ্ত বয়স্কদের গলায় কালো ও হলুদ রঙের ব্যান্ড থাকে।এদের চোখ কালো এবং চোখের নিচে কালো দাগ থাকে।এদের দেহের আকার সাধারণত ৭০-৯০ সেন্টিমিটার হয়ে থাকে এবং স্ত্রী সাপ পুরুষ সাপের চাইতে আকারে বড় হয়।
![]() |
ছবি : লালঘাড় ঢোঁড়া সাপ (Collected from Hong Kong Snake ID) |
লালঘাড় ঢোঁড়া সাপ দিবাচর (Diurnal) এবং লাজুক স্বভাবের। তবে উত্তেজিত হলে মাথা ও গ্রিবা উঠাতে পারে এবং ফণা তুলতে পারে। এদেরকে জলাশয়ের কাছে,ঝর্ণা,ধানের ক্ষেত,জলাবন,জলাভূমি প্রভৃতি জায়গায় পাওয়া যায়। এদের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন প্রজাতির ব্যাঙ (Frogs এবং Toads), মাছ,টিকটিকি ইত্যাদি।
লালগলা সাপকে শুধুমাত্র এশিয়া মহাদেশেই পাওয়া যায়। এটিকে বাংলাদেশ ছাড়াও ভারত,নেপাল,ভূটান ,সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস,মায়ানমার, ভিয়েতনাম,ইন্দোনেশিয়া, মালয়েশিয়া,চীন প্রভৃতি দেশে পাওয়া যায়।
এরা একই সাথে বিষাক্ত এবং বিষধর। এদের ঘাড়ের লাল অংশ হতে দুধের মতো একপ্রকার বিষাক্ত পদার্থ ক্ষরিত যা এক প্রকার ব্যাঙ (Toads) খাওয়ার ফলে তৈরী হয়,তবে এই বিষাক্ত পদার্থটি মানুষের জন্য অক্ষিতকর।এদের বিষে প্রোকোয়াগুলেন্ট,হেমোরেজিন (নিশ্চিত না) ও এন্টি-কোয়াগুলেন্ট (নিশ্চিত না) ইত্যাদি থাকতে পারে।তাই এদের কামড়ের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে। এদের বিষের তীব্রতা বেশি হলেও বিষদাত (Rear Fanged) অনেক পিছনে থাকায় মারণমাত্রার বিষ ঢালতে পারে না।মানুষকে মারার জন্য যতটুকু বিষ প্রয়োজন তা ঢালতে হলে দীর্ঘক্ষণ ধরে কামড়ে ধরে থাকতে হয়,যা আদৌও সম্ভব নয়।তাই এদের কামড়ে এন্টি-ভেনমের প্রয়োজন নেই।তবে একই সাথে এটাও যেনে রাখা ভালো বাংলাদেশে এদের এন্টি-ভেনম নেই (তাই সাবধান!)।
শ্রেণীবিন্যাস (Taxonomy)
KINGDOM : Animalia
PHYLUM : Chordata
SUBPHYLUM : Vertebrata
CLASS : Reptilia
ORDER : Squamata
FAMILY : Colubridae
GENUS : Rhabdophis
SPECIES : Rhabdophis subminiatus
.jpeg)
0 Comments