জলপাইরঙা মেটে সাপ বাংলাদেশের জনসাধারণের নিকট খুবই পরিচিত একটি সাপ। সাধারণত মাইট্রা সাপ বলতে আমরা একেই বুঝি। কলুব্রীডি পরিবারভূক্ত এই সাপের ইংরেজি নাম Olive Keelback Water Snake বা Split Keelback এবং বৈজ্ঞানিক নাম Atretium schistosum.
জলপাইরঙা মেটে সাপকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয়। যেমন : মাইট্রা সাপ,মেটেলি সাপ,পাইন্যা সাপ ইত্যাদি।
এদেরকে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলংকা প্রভৃতি দেশে পাওয়া যায়
ছবি : মেটে সাপ (Collected from iNaturalist ) |
এরা সাধারণত ০.৫ মিটার থেকে ১ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। দেহের আকৃতি সরু ও মোটা,উপর থেকে দেখলে মাথা, লেজ সরু এবং মাঝখানের অংশকে চ্যাপ্টা দেখা যায়। মাথা ঘাড়ের চেয়ে সামান্য চওড়া। চোখ গোলাকৃতির এবং পিউপিল কালো বর্ণের। নাকের ছিদ্র লম্বালম্বি ভাবে চেরা। শরীরের রঙ জলপাই বা ধূসর বা বাদামী। পীঠ জলপাই সবুজ এবং পেট হলুদাভ। লেজ সুচালো। দেহে অনুদৈর্ঘ্যভাবে হালকা লাল রঙের রেখা থাকতে পারে। শরীর আঁশ গুলো অমসৃণ। স্ত্রী সাপ পুরুষের চাইতে আকারে বড় হয়।
জলপাইরঙা মেটে সাপ মূলত দিবাচর (Diurnal) সাপ অর্থাৎ দিনে চলাচল এবং শিকার করে। তবে রাতেও বেশ সক্রিয় থাকতে পারে। এরা বেশিরভাগ সময়ই পানিতে থাকে। ধানক্ষেত, ভেজা কৃষিজমি, হাওর, ডুবা,জলাভূমি, পুকুর,খাল ইত্যাদিতে পাওয়া যায়। জলাশয়ের সংলগ্ন ঘন গাছপালাগুলিতেও লুকিয়ে থাকতে পারে।
এদের খাদ্য তালিকায় রয়েছে মাছ, ব্যাঙ,ব্যাঙাচি, মশার লার্ভা, কাঁকড়া ইত্যাদি। এরা ওভিপোরাস এজন্য জানুয়ারি থেকে এপ্রিল মাসে স্ত্রী সাপ ৩০ টি পর্যন্ত ডিম পাড়ে।
এরা নির্বিষ হলেও খুবই কামড়ায় এবং কামড়ের স্থানে জ্বালাযন্ত্রণা করে।
শ্রেণীবিন্যাস (Taxonomy)
KINGDOM : Animalia
PHYLUM : Chordata
SUBPHYLUM : Vertebrata
CLASS : Reptilia
ORDER : Squamata
FAMILY : Colubridae
GENUS : Atretium
SPECIES : Atretium schistosum
.jpg)
0 Comments