Advertisement

ঘরচিতি বা ঘরগিন্নি (Common wolf snake)

 কলুব্রিডি পরিবারের অন্তর্ভুক্ত একটি অতি পরিচিত প্রজাতির সাপ হলো - " ঘরগিন্নি " বা " ঘরচিতি "। এটির ইংরেজি নাম Indian Wolf Snake এবং বৈজ্ঞানিক নাম Lycodon jara

এদের দেহের রঙ বাদামি বর্ণের। পুরো শরীর জুড়ে রয়েছে সাদা বা হলুদ রঙের দাগ এবং দাগ মাথার পর থেকেই শুরু হয়।এদের মাথা ত্রিকোণাকার,ঘাড়ের চেয়ে চওড়া এবং ঘাড়ের কাছে সাদা বা হলদেটে কলার থাকে।লেজের দিকে দাগ থাকে না











ছবি : ঘরচিতি সাপ (Adapted from Wikipedia) 

ঘরচিতিকে দেখতে অনেকটা বিষধর কালাচের মতো মনে হলেও এরা কিন্তু নির্বিষ।সাধারণ মানুষ কালাচ এবং ঘরচিতির মধ্যে পার্থক্য বুঝতে পারে না,ফলে প্রচুর ঘরচিতি কালাচ সন্দেহে মারা পড়ে।

ঘরচিতি সাপ মূলত নিশাচর,তবে দিনের বেলাতেও দেখতে পাওয়া যায়।

এরা সাধারণত ৩০-৪৫ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। বনজঙ্গল, আবাদি জমি,ছোট ছোট ঝোপঝাড়ের মধ্যে বসবাস করে।রাতের বেলা টিকটিকি খেতে মানুষের ঘরের ভেতরে ঢুকে পড়ে।এরা সাধারণত বাতরুম,দরজা-জানালার ফাঁক, ছাদ প্রভৃতি স্থানের মধ্যে বসে থাকে।

ঘরগিন্নির খাবারের তালিকার রয়েছে ব্যাঙ, গিরগিটি, টিকটিকি জাতীয় প্রাণী।

ঘরচিতিকে বাংলাদেশ ছাড়াও ভারত, চীন, নেপাল, ভিয়েতনাম, তিব্বত, থাইল্যান্ড প্রভৃতি দেশে পাওয়া যায়।।

শ্রেণীবিন্যাস (Taxonomy) 

KINGDOM : Animalia

PHYLUM : Chordata

SUBPHYLUM : Vertebrata

CLASS : Reptilia

ORDER : Squamata

FAMILY : Colubridae

GENUS : Lycodon

SPECIES : Lycodon jara

Post a Comment

0 Comments