Advertisement

পাতি দুধরাজ সাপ (Common Trinket Snake)

বাংলাদেশের একটি অতি পরিচিত সাপ হলো " পাতি দুধরাজ সাপ "। এর ইংরেজি নাম Common Trinket Snake এবং বৈজ্ঞানিক নাম Coelognathus helena

বাংলাদেশ ছাড়াও এটিকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল প্রভৃতি দেশে পাওয়া যায়। 

পাতি দুধরাজ সাপের দেহের রং বাদামি , হালকা বাদামি বা হালকা খয়েরি বর্ণের (তামাটে)। দেহের আকৃতি লম্বাটে ও সরু। লেজের আগ পর্যন্ত দেহে সাদা-কালো সাদা-কালো এরকম পর্যায়ক্রমিক ডোরাকাটা থাকে এবং পেটের রং সাদাটে। মাথা সরু, ঘাড়ের কাছে দুটি কালো এবং চোখের পাশে একটি কালো দাগ থাকে। চোখের মধ্যে সোনালি রিং থাকে। দেহের পিছনের দিকে দুটি গাঢ় বাদামী বা কালো দাগ একদম লেজ পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। লেজ সরু এবং চিকন। একটি প্রাপ্ত বয়স্ক সাপ সাধারণত ১.৪ মিটার (৪.৫ ফুট) লম্বা হয়।



ছবি : পাতি দুধরাজ সাপ (Pixabay)

পাতি দুধঁরাজ সাপ গোধূলির সময় (Crepuscular) এবং রাত্রে বের হয় (Nocturnal)। শুষ্ক জায়গা, গোয়ালঘর, ইঁদুরের গর্ত, উইঁয়ের ঢিবি, মাটির স্তুপ, ক্ষেতখামার, পুরোনো গাছ, কাঠের স্তুপ, ঘন গাছগাছালি প্রভৃতি জায়গায় এদেরকে দেখতে পাওয়া যায়। 

এদের খাদ্য তালিকায় রয়েছে প্রধানত ইঁদুর, এছাড়াও বিভিন্ন প্রজাতির ছোট ছোট স্তন্যপায়ী, টিকটিকি, গিরগিটি, পোকামাকড়,ব্যাঙ,সাপ ইত্যাদি খায়। প্রচলিত একটি কুসংস্কার আছে যে এই সাপটি নাকি গরুর দুধ খেয়ে ফেলে যা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আসলে শুধুমাত্র দুধরাজই নয়, কোনো সাপই দুধ খায় না।

পাতি দুধরাজ সাপ অনেক রাগি স্বভাবের,তাই হুট করেই কামড় বসিয়ে দিতে পারে। কেউ তাকে বিরক্ত করলে মাথা উঁচু করে ‘ S ’ অক্ষরের মতো দেহ পেচিয়ে গলা ফুলিয়ে মুখ হা করে আক্রমণ করতে আসে। এতো রাগী হলেও সাপটি একটি নির্বিষ সাপ।

পাতি দুধরাজ ওভিপোরাস। স্ত্রী সাপ প্রজনন মৌসুমে ৫-১২ টি ডিম পাড়ে।

 শ্রেণীবিন্যাস (Taxonomy) 

KINGDOM : Animalia

PHYLUM : Chordata

SUBPHYLUM : Vertebrata

CLASS : Reptilia

ORDER : Squamata

FAMILY : Colubridae

GENUS : Coelognathus 

SPECIES : Coelognathus helena

Post a Comment

0 Comments