উজ্জ্বল প্যারাবন সাপ বা মনোহারী জলঢোঁরা সাপ হচ্ছে বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্টে প্রাপ্ত একটি মৃদু-বিষধর সাপ (Mild -venomous Snake)। একে ইংরেজিতে Cat-eyed water snake বা Gerard's Water Snake বা Glossy Marsh Snake বলা হয়। এটির বৈজ্ঞানিক নাম Gerarda prevostiana.
এটিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষকরে সুন্দর বনে খুব বেশি দেখা যায়। এছাড়াও ভারত, মায়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশেও পাওয়া যায়।
![]() |
ছবি : উজ্জ্বল প্যারাবন সাপ (Collected from Reptiles and Amphibians of Thailand) |
উজ্জ্বল প্যারাবন সাপের দেহের উপরের অংশের বর্ণ ধূসর বা জলপাই-বাদামী বা লালচে বাদামী। দেহের নিচের দিকটা অর্থাৎ পেটের রঙ সাদাটে বা ধূসর। দেহ সরু আকৃতির, মাথা শরীর থেকে কিছুটা আলাদা এবং লেজ ছোট আকৃতির।
উজ্জ্বল প্যারাবন সাপ একটি ছোট আকৃতির সাপ। এরা দৈর্ঘ্য ৫২ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এদেরকে মূলত বিভিন্ন উপকূলীয় অঞ্চল এবং ম্যানগ্রোভ বনাঞ্চলে পাওয়া যায়।
প্যারাবন সাপ একটি স্থলচর (Terrestrial) এবং নিশাচর (Nocturnal) সাপ। এদের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন প্রজাতির ছোট মাছ এবং কাঁকড়া। এরা মূলত কাঁকড়াই খেয়ে থাকে,তবে সবধরনের কাঁকড়া খেতে পারেনা,শুধুমাত্র নরম খোলসে আবৃত কাঁকরাগুলোকে খায়। এরা কাঁকড়ার চারপাশে কুণ্ডলীগুলি পাকিয়ে একটি লুপ তৈরী করে এবং তার মুখ ব্যবহার করে খুব ছোট লুপের মধ্য দিয়ে কাঁকড়াটিকে টেনে টেনে ছিঁড়ে ফেলে গিলে।
শ্রেণীবিন্যাস (Taxonomy)
KINGDOM : Animalia
PHYLUM : Chordata
SUBPHYLUM : Vertebrata
CLASS : Reptilia
ORDER : Squamata
FAMILY : Colubridae
GENUS : Gerarda
SPECIES : Gerarda prevostiana

0 Comments