Advertisement

কালনাগিনী বা সুতারনালী সাপ ( Ornate Flying Snake)

কালনাগিনী বাংলাদেশের সবচেয়ে পরিচিত একটি সাপের নাম। যদিও বেশিরভাগ মানুষ এ সাপকে দেখেনি। কিন্তু এই সাপকে গিরে বেহুলা-লখিন্দর, কালনাগিনীর প্রেম, নাগ নাগিনী, শীষনাগ,কাল নাগ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মিথ্যা বানোয়াট কাহিনী প্রচলিত আছে।

এসব মিথ্যা কাহিনী আমাদেরকে এই নিরীহ সাপটি সম্পর্কে ভূল ধারণা দেয়।আসলে এই কালনাগিনীর বিষ তেমন মারাত্মক নয়।এই সাপের কামড়ে মানুষ মারা গেছে এমন কোনো তত্ত্ব এখনো জানা যায়নি।এটি খুবই নিরীহ প্রজাতির সাপ,এরা সহজে মানুষকে কামড়ায় না,কেবল ভয় পেলে আত্মরক্ষার জন্য কামড়ায়।প্রাণীজগতের এক অপরূপ সৌন্দর্যের এই সাপটি সম্পর্কে মানুষের ভূল ধারণার ফলেই মানুষ আজ এদেরকে নির্বিচারে হত্যা করছে এবং এর ফলস্বরূপ এই প্রজাতির সাপগুলো এখন বিলুপ্তির মুখে পতিত হয়েছে।

সাপুড়েরা হাটেঘাটে এ সাপকে বিষধর বলে পরিচয় করিয়ে দেন। গ্রামবাংলার বিভিন্ন অঞ্চলে সাপটিকে উড়ন্ত সাপ, উড়াল মহারাজ সাপ, সুতারনালী সাপ (সিলেট), সুন্দরী সাপ, কালসাপ ও কালনাগ বলে ডাকা হয়। সেই সঙ্গে নাগ-নাগিনীর বিষে মানুষের মৃত্যু হয় বলেও কথিত আছে। যদিও বাস্তবতা হচ্ছে এসব গল্প-কাহিনী এবং সিনেমা শুধুই কাল্পনিক। বাস্তবে সাপটি সম্পূর্ণ বিপরীত।



ছবি : কালনাগিনী (Collected from Wikipedia) 

কাল নাগিনীর ইংরেজি নাম হলো- Ornate Flying Snake এবং বৈজ্ঞানিক নাম Chrysopelea ornata। ইংরেজিতে Flying Snake নাম হলেও সাপটি বাস্তবে উড়তে পারে না। খাদ্যগ্রহণ, বৈশিষ্ট এবং চরিত্রগত কারণে উঁচু গাছের ডাল থেকে নিচু গাছের ডালে লাফ দিয়ে চলাফেরা করে সাপটি।এদের দৈর্ঘ্য ১০০ থেকে ১৭৫ সেন্টিমিটার পর্যন্ত হয়। মাথা লম্বা ও চ্যাপ্টা এবং মুখের সামনের দিকে চৌকোনা আকৃতির। এদের দেহের রঙ পিঠের দিকে সবুজ। আবার হালকা সবুজ রঙের এবং কালচে ডোরাকাটা। ঘাড় থেকে লেজের ডগা পর্যন্ত মেরুদণ্ড বরাবর কমলা রঙের এবং লাল দাগ দেখা যায়।

এরা সাধারণত পোকামাকড়, টিকটিকি, গিরগিটি, ব্যাঙ ও ছোট পাখি ইত্যাদি খায়। জুন থেকে জুলাই মাস এদের প্রজনন মৌসুম। প্রজননের সময়ে এরা সাধারণত ৬ থেকে ১২টি ডিম দেয়

এই সাপের তিনটি উপপ্রজাতি আছে - 

Chrysopelea ornata ornata ( দক্ষিণ পশ্চিম ভারতে প্রাপ্ত)

Chrysopelea ornata ornatissima (বাংলাদেশ, ভারত, নেপাল, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়াতে প্রাপ্ত)

Chrysopelea ornata sinhaleya (শ্রীলংকাতে পাওয়া যায়) 

শ্রেণীবিন্যাস (Taxonomy) 

KINGDOM : Animalia

PHYLUM : Chordata

SUBPHYLUM : Vertebrata

CLASS : Reptilia

ORDER : Squamata

FAMILY : Colubridae

GENUS : Chrysopelea 

SPECIES : Chrysopelea ornata

Post a Comment

0 Comments