Advertisement

টিয়াবোড়া (White-lipped Pitviper)

টিয়াবোড়া সাপটি এশিয়া মহাদেশে বসবাসকারী বিষধর সাপগুলোর মধ্যে অন্যতম একটি বিষধর সাপ। একে White-lipped tree viper বা White-lipped Pitviper ইত্যাদি নামেও ডাকা হয়। ভাইপারিডি পরিবারভূক্ত এই সাপের বৈজ্ঞানিক নাম Trimeresurus albolabris। সবুজবোড়া সাপের দৈর্ঘ্য সাধারণত ৬৫-৮০ সেন্টিমিটার এবং সর্বোচ্চ দৈর্ঘ্য ১.০৪ মিটার হয়ে থাকে। এদের গায়ের ওপরের অংশের রঙ ঘন সবুজ। মাথা ত্রিকোণাকৃতির (Triangular), মাথার পাশে এবং চোখের নিচের অংশে থাকে হলুদ, সাদা বা সাদাটে সবুজ। পুরুষ এবং স্ত্রী'দের দেহে বর্ণবৈচিত্র্য দেখা যায়। পুরুষদের নিচের অংশে একটি হালকা ডোরা ও গায়ের রং গাঢ় সবুজ রঙের হয়ে থাকে। 


ছবি : সবুজ বোড়া (Collected from Wikipedia) 

এটি একটি নিশাচর ( Nocturnal) সাপ, দিনের বেলা ঘুমিয়ে এবং বিশ্রাম নিয়ে কাঁটায় আর রাত্রিতে খাবারের খোঁজে বের হয়। এটি মূলত বৃক্ষচারী কিন্তু খাবারের সন্ধানে মাটিতে নেমে আসে। সবুজ বোড়া চলাফেরা করে খুব ধীরগতিতে।

এদের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন প্রজাতির গিরগিটি, ছোট ব্যাঙ, ছোট ছোট স্তন্যপায়ী প্রাণী, ইদুর, কাঠবিড়ালি, বিভিন্ন প্রজাতির ছোট পাখি ইত্যাদি ।

সবুজবোড়ার বিভিন্ন প্রজাতি আছে তারমধ্যে Trimeresurus albolabris কে দক্ষিণ এশিয়া, ইন্দোনেশিয়া এবং চীনে পাওয়া যায়।

এই গ্রিন পিট ভাইপারটি বিভিন্ন প্রজাতিতে বিভক্ত। এদের কিছু প্রজাতি ডিম পাড়ে আবার কিছু প্রজাতি সরাসরি বাচ্চা প্রসব করে। 

এদরেকে দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর মনে হলেও এরা হেমোটক্সিন বিষ ধারণ করে যা তেমন তীব্র না হলেও মানুষকে মেরে ফেলতে সক্ষম।

সবুজবোড়ার কয়েকটি প্রজাতি হলো -

Trimeresurus macrops (এই প্রজাতিটি থাইল্যান্ড, কম্বোডিয়া এবং মায়ানমারে পাওয়া যায়) 

Trimeresurus trigonocephalus (একে শ্রীলংকান পিটভাইপারও বলা হয়,এটি শ্রীলংকাতে এন্ডেমিক)

Trimeresurus salazar (এটি ভারতের স্থানীয় প্রজাতি) 

Trimeresurus albolabris (এটি সম্পর্কে উপরে আলোচনা করা হয়েছে) 


শ্রেণীবিন্যাস (Taxonomy) 

KINGDOM : Animalia

PHYLUM : Chordata

SUBPHYLUM : Vertebrata

CLASS : Reptilia

ORDER : Squamata

FAMILY : Viperidae

GENUS : Trimeresurus 

SPECIES : Trimeresurus albolabris

Post a Comment

0 Comments