পাতি লাউডগা (Common Vine Snake) সাপ হচ্ছে কলুব্রীডি পরিবারভূক্ত একটি মৃদু বিষধর সাপ। এর বৈজ্ঞানিক নাম Ahaetulia nasuta। একে Sri Lankan green vine snake বা long-nosed whip snake নামেও ডাকা হয়।
পাতি লাউডগা সাপ দেখতে নলাকার,লম্বাকৃতির,সবুজ কচি লতার মতো / লাউগাছের কচি ডগার মতো লিকলিকে ,মসৃন এবং লম্বা ও সূচালো নাক বিশিষ্ট। এদের মাথা দেখতে তীরের ফলার মতো, দেহের পৃষ্ঠভাগ দেখতে উজ্জ্বল সবুজ বর্ণের, কখনো কখনো বাদামি-ধূসর বর্ণের হয়।দেহের অঙ্কীয়ভাগ উজ্জ্বল এবং সাদা/হলুদ রেখার মাধ্যমে পৃথক।পাতি লাউডগা সাপ প্রায় ২ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।
এরা মূলত ঝোপঝাড় বিশিষ্ট উদ্ভিদ, নিচু গুল্ম এবং জলাশয়ের আশেপাশে অবস্থান করে।
পাতি লাউডগা সাপ দিবাচর (Diurnal) এবং বৃক্ষচারী (Arboreal), তবে খাদ্যের জন্য মাটিতে আসতে পারে।গাছের পাতায় পাতায় এরা খুব ভালোভাবেই দাপিয়ে বেড়ায়,তবে ধীরগতিতে চলাফেরা করে। এদের খাদ্যতালিকায় রয়েছে বিভিন্ন প্রকার সরীসৃপ (টিকটিকি, গিরগিটি প্রভৃতি),ব্যাঙ,ইঁদুর, ছোট ছোট পাখি ইত্যাদি। এরা ভয় পেলে শিকারীর দিকে মুখ খুলে ভয় দেখায়।
![]() |
ছবি : লাউডগা সাপ ( Collected from Pixabay) |
এটিকে বাংলাদেশ ছাড়াও ভারত,শ্রীলঙ্কা, ভুটান, লাওস, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, মায়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ফিলিপাইন এবং চীনে দেখা যায়।
পাতি লাউডগা সাপ মৃদু বিষধর, তবে এই বিষ মানুষের তেমন ক্ষতি করতে পারে না।তবুও এর কামড়ে মানুষকে যথেষ্ট যন্ত্রণা ভোগ করতে হয়।এর বিষক্রিয়ার মধ্যে রয়েছে বমি হওয়া (Vomiting) , ব্যাথা (Pain), ক্ষত সৃষ্টি হওয়া (Brushing), ফোলা (Swelling, আক্রান্ত স্থান অবশ হয়ে যাওয়া (Numbness) ইত্যাদি।দংশনের প্রায় ৩ দিনের মধ্যে বিষক্রিয়া প্রশমিত হয়ে যায়। তবে সেনসেটিভ অর্গানসমূহে( মাথা, চোখ ইত্যাদি) কাটলে মারাত্মক ক্ষতি হতে পারে।
এই সাপকে ঘিরে একটি প্রচলিত কুসংস্কার আছে যে এটি মানুষের চোখ খায় অথবা চোখে আক্রমণ করে।কিন্তু এমন কুসংস্কারের কোনো ভিত্তিই নেই।এই সাপ কারো চোখ খায় না,তবে পুরো দেহের সাথে চোখেও আক্রমণ করতে পারে কিন্তু নির্দিষ্ট করে চোখে আক্রমণ করে না।
KINGDOM : Animalia
PHYLUM : Chordata
SUBPHYLUM : Vertebrata
CLASS : Reptilia
ORDER : Squamata
FAMILY : Colubridae
GENUS : Ahaetulia
SPECIES : Ahaetulia nasuta

0 Comments