Advertisement

বাংলাদেশের মৃদু-বিষধর সাপ (Mildly-venomous Snakes of Bangladesh)

বাংলাদেশের মৃদু বিষধর সাপের সংখ্যাও কম নয়, প্রায় ১৮ টি প্রজাতির সাপকে এখন পর্যন্ত মৃদু-বিষধর হিসেবে বিবেচনা করা হয়। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে মৃদু-বিষধর সাপগুলোর বিষ মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট নয়, তবে তীব্র ব্যাথা ও যন্ত্রণার সৃষ্টি করতে পারে। সাপ মৃদু-বিষধর হওয়ার অনেকগুলো কারন আছে। প্রথমত, তাদের দাঁতের গঠন Opistoglyphous ধরনের বা Rear fanges হওয়ার কারণে কামড়ের সময় যথেষ্ট বিষ ঢালতে পারেনা, একজন মানুষকে মারার জন্য যতটুকু বিষ যেভাবে প্রয়োগ করা দরকার, বিষদাঁতগুলো অনেক পিছনে হওয়ায় সেভাবে বিষ ঢালতে পারেনা। দ্বিতীয়ত, তাদের বিষের অভ্যন্তরীণ জটিলতা। বিষধর সাপের জন্য বিষ জমা থাকে তাদের বিষগ্রন্থি বা ভেনম গ্ল্যান্ডে, কিন্তু মৃদু-বিষধর সাপেদের সে গ্রন্থি অনুপস্থিত থাকে এবং তার পরিবর্তে একটি বিশেষ ধরনের গ্রন্থি, Duvernoy's gland (ফ্রেঞ্চ জুলজিস্ট Louis Duvernoy এর নামানুসারে) থাকে। এই ডুব্যেরনয়ের গ্রন্থির কাজ এবং ভূমিকা নিয়ে বিজ্ঞান মহলে অনেক তর্ক-বিতর্ক রয়েছে, অনেকে মনে করেন এটি বিষগ্রন্থির হোমোলোগাস গ্রন্থি। তবে এই গ্রন্থির অনেক উপাদান অনেকসময় আসল ভেনম গ্ল্যান্ডের সাথেও মিলে যায়। তো কথা হলো, এই ডুব্যেরনয়ের গ্রন্থিতে বিষকে দ্রুত বিষনালীতে প্রবাহিত করার জন্য কোনো কম্প্রেসর মাস্‌ল থাকেনা (Compressor Muscle বিষধর সাপের বিষগ্রন্থির পিছনে থাকে যেটা দ্রুত বিষকে গ্রন্থি থেকে ঠেলে বিষদাঁতে প্রবাহিত করে) যার ফলে বিষ খুবই অল্প পরিমাণে প্রবাহিত হয়, প্রাণঘাতী বিষ ঢালতে দীর্ঘসময় কামড়ে ধরে থাকতে হয় যেটা আদৌ সম্ভব নয়। তৃতীয়ত, মৃদু-বিষধর সাপের অল্প পরিমাণ বিষ আমাদের দেহের ইমিউন সিস্টেম কর্তৃক ধ্বংস হয়ে যায়, যার জন্য কোনো এন্টি-ভেনম নেয়া লাগেনা।

বাংলাদেশের মৃদু-বিষধর সাপগুলোর তালিকা -

গোত্র : Homalopsidae 

  1.  Dog-faced water snake (Cerberus rynchops), কুকুরমুখো নোনাবোড়া 
  2.  Puff-faced water snake (Homalopsis buccata), মুখোসি পাইন্না সাপ 
  3. Rainbow water Snake (Enhydris enhydris) মেটে বা মাইট্টা সাপ
  4. Siebold's water snake (Ferania sieboldii), সাইবোল্ডের পাইন্যা সাপ
  5. Glossy marsh water snake (Gerarda prevostiana), উজ্জ্বল প্যারাবন সাপ
  6. Crab-eating water snake (Fordonia leucobalia), কাঁকড়াভূক পাইন্না সাপ



ছবি : কুকুরমুখো নোনাবোড়া ( The Reptile Database থেকে সংগৃহীত) 

 

গোত্র : Psammodynastidae

  1. Common mock viper (Psammodynastes pulverulentus), ছদ্মবোড়া বা পাহাড়ি সাপ

গোত্র : Colubridae 

  1. Ornate flying snake (Chrysopelea ornata), কালনাগিনী বা সুতারনালী
  2.  Large-eyed False Cobra (Pseudoxenodon macrops), মিছা গোখরা বা বড়চোখী পাহাড়ি সাপ
  3. Variable Colored vine snake (Ahaetulla anomala), লাউডগা
  4. Yellow Whipsnake (Ahaetulla flavescens), লাউডগা
  5.  Common Indian cat snake (Boiga trigonata), পাতি ফণিমনসা 
  6.  Green cat snake (Boiga cyanea), সবুজ ফণিমনসা 
  7. Grey cat snake (Boiga siamensis), চোখী ফণিমনসা
  8. Dog-toothed cat snake (Boiga cynodon), বাংলার ফণিমনসা 
  9. Tawny Cat Snake (Boiga ochracea), খয়েরী ফণিমনসা 
  10. Arrowback tree snake (Boiga gocool), পূবের ফণিমনসা 
  11. Many-spotted Cat Snake (Boiga multomaculata), চিত্রিত ফণিমনসা


Post a Comment

0 Comments