সাপের বিষ তাদের বিষগ্রন্থি (Venom Gland) থেকে উৎপন্ন হয়ে প্রাথমিক বিষবাহী নালিকা (Primary Venom Duct) এর মাধ্যমে Accessory Gland নামক গ্রন্থিতে প্রবেশ করে। এই গ্রন্থি বিভিন্ন প্রকারের প্রোটিন, রাসায়নিক পদার্থ নিঃসৃত করে সাপের বিষকে আরো কার্যকরী এবং শক্তিশালী করে। তারপর বিষ সেই গ্রন্থি থেকে গৌণ বিষবাহী নালিকা ( Secondary Venom Duct) এর মাধ্যমে Venom Canal হয়ে বিষদাঁতের মধ্য দিয়ে শিকারের দেহে প্রবেশ করে।
বিষদাঁতের উপর নির্ভর করে আমরা সাপকে ৪ ভাগে ভাগ করতে পারি যেমনঃ
1. Aglyphous : এসব সাপেদের কোনো বিষদাঁত থাকে না, সবগুলো দাঁত আকারে সমান এবং নিরেট। সব নির্বিষ সাপের দাত এই ধরনের।
2. Opistoglyphous : এসব সাপের দাঁতের গঠন নির্বিষ সাপেদের মতোই, তবে মুখের পিছনের দিকে Rear Fang নামক লম্বা বিষদাঁত থাকে, দাঁতগুলো নিরেট এবং পিছনের দিকে ভাঁজ করতে পারেনা। তবে এরা এতো ভালোভাবে শিকারের উপর বিষ ঢালতেও পারে না। সাধারণত Colubridae এবং Homalopsidae পরিবারের অনেক সাপেদের মাঝে এরকম বিষদাঁত দেখা যায়। এইরকম দাঁত বিশিষ্ট কিছু সাপ হলো -
- Boomslang (Dispolidus typus)
- Red-necked Keelback (Rhabdophis subminiatus)
- Heller's Red-necked Keelback (Rhabdophis helleri)
- Tiger Keelback (Rhabdophis tigrinus)
- Green Vine Snake (Ahaetulla nasuta)
- Ornate Flying Snake (Chrysopelea ornata)
3. Proteroglyphous : মুখের সামনের দিকে দুটি মাঝারি আকৃতির বিষদাঁত থাকে, তবে ভালোভাবে বিষ ঢালতে পারে। বিষদাঁতগুলো ফাঁপা এবং পিছনের দিকে ভাঁজ করতে পারেনা। সাধারণত এলাপিডি পরিবারভূক্ত বিভিন্ন সাপ যেমন : কোবরা, ক্রেইট, মাম্বা, কোরাল সাপ ইত্যাদিতে এইরকম বিষদাঁত দেখা যায়। তবে Spitting Cobra দের বিষদাঁতগুলো বিশেষভাবে মডিফাইড থাকে, যাতেকরে তারা বিষ দূরে ছুঁড়ে মারতে পারে।
4. Solenoglyphous : এই ধরনের বিষদাঁত ভাইপারিডি পরিবারভূক্ত সাপদের মধ্যে দেখা যায়। সামনের বিষদাঁত দুটি খুবই বড় হয় এবং ভিতর ফাঁপা থাকে, তবে এরা বিষদাঁতগুলোকে পিছনের দিকে ভাঁজ করতে পারে। এদের বিষের তীব্রতা এলাপিডি পরিবারভূক্ত সাপদের চাইতে কম হলেও এরা শিকারের দেহের খুব গভীরে বিষ প্রয়োগ করতে পারে। যার জন্যে এদের কামড়ে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। এরা তাদের মুখকে ১৮০ ডিগ্রি পর্যন্ত খুলতে পারে!
কিছু এইরকম দাঁত বিশিষ্ট সাপের উদাহরণ হলো-
- Russell’s Viper (Daboia russelii)
- Saw-scaled Vipers ( Snakes of Genus Echis)
- Puff Adder (Bitis arientas)
- Gaboon Viper (Bitis gabonica)*
*. পৃথিবীর সবচেয়ে বড় বিষদাঁতের অধিকারী আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের রেইনফরেস্ট এবং সাভানাগুলোতে বসবাসকারী Gaboon Viper (Bitis gabonica) এর, যেটি প্রায় ২ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে! (তবে এরা স্বভাবে এতোটা উগ্র নয়)
0 Comments