বাংলাদেশে Agamidae পরিবারের অন্তর্ভুক্ত দ্বিতীয় যে প্রজাতির গিরগিটি পাওয়া যায়, সেটি সবুজ গিরগিটি বা সবুজ বাগান-গিরগিটি। ইংরেজিতে যাকে বলে Green Garden Lizard বা Jerdon's Forest Lizard (বৈজ্ঞানিক নাম : Calotes jerdoni)।
এই প্রজাতির গিরগিটি রক্তচোষা'দের (Oriental Garden Lizard) মতো সর্বত্র দেখা যায় না, তারা ক্রান্তিয় চিরসবুজ এবং ক্রান্তিয় অর্ধ-চিরসবুজ বনাঞ্চলের গভীর এবং ঝোপালো এলাকায় বসবাস করে, পাহাড়ি গভীর বনাঞ্চলের বাসিন্দা হওয়ায় এদের দেখা পাওয়া বিরল।
এরা একইসাথে স্থলচর (Terrestrial) এবং বৃক্ষচারী (Arboreal) এবং গাছে চরতে খুবই পারদর্শী। অন্যান্য দিবাচর (Diurnal) গিরগিটির মতো এরাও দিনের বেলায় সক্রিয় থাকে। খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন প্রজাতির পোকামাকড়, পাখিদের ডিম এবং বাচ্চা, ব্যাঙ প্রভৃতি।
এদেরকে দেখতে পাওয়া যায় বাংলাদেশ, ভারত, মিয়ানমার, চীন প্রভৃতি দেশে এবং দক্ষিণ এশিয়ায় এন্ডেমিক। ভারতের খাসিয়া পাহাড়, সিলং, আসাম, মেঘালয় প্রভৃতি জায়গায় এবং বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে এদের বিচরণ।
লেজসহ সবুজ গিরগিটি সাধারণত ৩২ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে, তবে সর্বোচ্চ ৩৮.৫ সেন্টিমিটার লম্বা হতে পারে। সারা দেহ গাঢ় সবুজ বর্ণের, সাথে হলুদ, কমলা বা বাদামী রঙের দাগ থাকতে পারে। এরা ডিম পাড়ার মাধ্যমে বংশবিস্তার করে (Oviparous), প্রজনন মৌসুম শুরু হয় এপ্রিল থেকে, স্ত্রী সবুজ গিরগিটি গর্ত করে তাতে ১১-২৩টি ডিম পাড়তে পারে।

0 Comments